বড়দিনের প্রাক মুহূর্তে ডুয়ার্সের মালবাজার শহরের আওয়ার লেডি রোজারিও ক্যাথলিক চার্চে সাজো সাজো রব। ক্রিসমাস আগত মানেই নতুন ইংরেজি বর্ষ অর্থাৎ ২০২৬ আমাদের দরজায় কড়া নাড়ছে।
ডুয়ার্সের মালবাজার শহরের পানোয়ার বস্তি এলাকায় অবস্থিত আওয়ার লেডি রোজারিও ক্যাথলিক চার্চে যীশুর জন্মদিন উদযাপন অনুষ্ঠানের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্বে। বুধবার সন্ধ্যা থেকেই ভিড় জমাবেন খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষজনেরা। শুধু যে মালবাজার শহর তা কিন্তু নয় পার্শ্ববর্তী চা বাগান ও কৃষি বলয়ে অবস্থিত বিভিন্ন এলাকা থেকে খ্রিস্টধর্মাবলম্বী মানুষজন সন্ধ্যা থেকেই ভিড় জমাবেন শহরের এই চার্চে।
চার্চ কর্তৃপক্ষের তরফে সাজিয়ে তোলা হয়েছে সমগ্র এলাকা। পাশাপাশি স্থানীয় প্রশাসনের তরফে সতর্কতা মূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। প্রতিবছর শহরের এই ক্যাথলিক চার্চে বহু মানুষের সমাগম হয়। খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষজনের পাশাপাশি বিভিন্ন ভাষাভাষীর মানুষজনের ভিড় জমে চার্চ এলাকায়। নানাবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় বড়দিনের সন্ধ্যা ও বড়দিনের রাত। ইতিমধ্যেই সমগ্র এলাকা সুদৃশ্য আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে।
যীশুর বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে চার্চের মূল কেন্দ্রে। আওয়ার লেডি রোজারিও ক্যাথলিক চার্চে সন্ধ্যা থেকেই ক্যান্ডেল জ্বালিয়ে প্রার্থনা শুরু হবে। ফাদার অশাল্ড খালকো জানালেন, ‘‘প্রতি বছরের ন্যায় চলতি বছরেও যীশুর জন্মদিন উদযাপন করা হবে। বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হবে। বহু মানুষের সমাগম ঘটবে চার্চ এলাকায়। চার্চ কর্তৃপক্ষ ও প্রশাসনের তরফে বাড়তি প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’’ সমস্ত মানুষকে বড়দিনের শুভেচ্ছা জিনিয়েছেন তিনি।
মালবাজার পৌরসভার উদ্যোগে শহরের ঘড়ি মোড় ও স্টেশন রোড চত্বর বড়দিন উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে। রংবেরঙের আলোর ছটা ও সান্টাক্লজ, ট্রি সহযোগে সমগ্র এলাকাকে সাজিয়ে তোলা হয়েছে। সাধারণ মানুষের জন্য তৈরি হয়েছে সেলফি জোন। আর সবকিছুকে মিলিয়ে বড়দিন উৎসব পালনে মুখিয়ে রয়েছে সমগ্র ডুয়ার্সবাসী ও বিভিন্ন এলাকা থেকে আসছেন পর্যটকেরা।
Comments :0