ADENO VIRUS WEST BENGAL

সংক্রামিত শিশুদের স্কুলে না পাঠানোর পরামর্শ চিকিৎসকের

রাজ্য

সংক্রামিত শিশুদের স্কুলে না পাঠানোর পরামর্শ জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারিনটেন্ডন্ট তথা ভাইস প্রিন্সিপাল ( MSVP)  ডাক্তার কল্যাণ খা।
জলপাইগুড়ি সদর হাসপাতালে মঙ্গলবার শিশু সদন ওয়ার্ডে লক্ষ্য করা গেল একই বেডে একাধিক শিশু সহ রোগীর আত্মীয় স্বজনরা। এদিন শিশু বহির্বিভাগে শিশুদের ভিড় উপচে পড়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন কয়েকদিন ধরে প্রতিদিন প্রায় তিনশোর মতো রোগী আসছে। এদের মধ্যে বেশির ভাগই জ্বর, সর্দি,কাশি ও শ্বাসকষ্ট রয়েছে। এদের মধ্যে  নিউমোনিয়ার রোগীও রয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক বিপ্লব গোস্বামী জানান।

জলপাইগুড়ি মেডিকেল কলেজের দায়িত্বে থাকা এমএসভিপি কল্যাণ খা জানান হাসপাতালে সমস্ত পরিকাঠামো ঠিকঠাক রয়েছে। যেটা নিয়ে চিন্তিত, গতকাল পর্যন্ত জলপাইগুড়ি সদর হাসপাতালে শ্বাসকষ্ট জনিত এআরআই পেশেন্ট মাত্র তিনজন। এটা নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। স্বাস্থ্য ভবন থেকে সব সময় মনিটরিং চলছে। আমরাও যথেষ্ট পরিমাণে সজাগ রয়েছি। সমস্ত পরিকাঠামো ঠিকঠাক রয়েছে। এধরনের সংক্রামিত বাচ্চাদের স্কুলে পাঠাবেন না বলেও তিনি জানান।

Comments :0

Login to leave a comment