Afghanistan blast

আফগানিস্তানে বিস্ফোরণে মৃত ১, আক্রান্ত সাংবাদিকরা

আন্তর্জাতিক

আফগানিস্তানের মঞ্জর-ই শরিফে বিষ্ফোরণ। মৃত্যু হল এক নিরাপত্তা রক্ষীর। আহত হন বেশ কয়েকজন সাংবাদিক ও শিশুরা। দুদিন আগেই উত্তর বালখ এলাকায় আত্মঘাতী বোমায় নিহত হন তালিবান গভর্নর। আক্রমনের দায় স্বীকার করে ইসলামিক স্টেট গ্রুপ। 


শনিবার যে সময়ে হামলা হয় সেসময় আফগানিস্তান মিডিয়ার ভুমিকা নিয়ে একটি অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে একদল শিশু জাতীয় সঙ্গীত গাইছিল। তখনই বিষ্ফোরনটি হয় বলে জানিয়েছে পুলিশ। আফগানিস্তানের সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত মঞ্জর-ই-শরিফে প্রায় সমস্ত মিডিয়া সংস্থার অফিস রয়েছে। বিষ্ফোরনের জেরে আহত হন সাংবাদিক সহ ওই শিশুরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় নিরাপত্তা রক্ষীর। ২০২১’এ তালিবান সরকার ক্ষমতায় আসার পর থেকেই সংবাদ সংস্থাগুলোকে কেন্দ্র করে আক্রমণ হানছে ইসলামিক গ্রুপ।

Comments :0

Login to leave a comment