Delhi Blast

দীর্ঘদিন ধরেই চলছিল হামলার ছক, দিল্লি বিস্ফোরণ কান্ডে তদন্তে সামনে এলো এমনই তথ্য

জাতীয়

কয়েক বছর ধরে ভারতে সন্ত্রাসবাদী হামলার ছক করছিলেন দিল্লি বিস্ফোরণে কান্ডে অভিযুক্তরা। এনআইএ তদন্তে উঠে এলো এমনই তথ্য। জানা গিয়েছে জইশ-সমর্থিত 'হোয়াইট কলার মডিউল' অন্তত ২ বছর ধরে বহু ভারতীয় শহরে ধারাবাহিক বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি নিচ্ছিল। 
জেরায় আলফলাহার চিকিৎসক শাকিল জানিয়েছেন দুই বছর আগে থেকেই দেশের বিভিন্ন জায়গায় হামলার পরিকল্পনা চলছিল। 
তদন্তে জানা গিয়েছে, মুজাম্মিলের দায়িত্ব ছিল ইউরিয়া এবং অ্যামোনিয়াম নাইট্রেট কেনা। মুজাম্মিল নাকি গুরুগ্রাম ও নুহ থেকে ২৬ কুইন্টাল এনপিকে সারে প্রায় ৩ লক্ষ টাকা খরচ করেছিলেন। 
দিল্লি বিস্পফোরণে মৃত উমরের দায়িত্ব ছিল সার থেকে বিস্ফোরক তৈরির রাসায়নিক প্রক্রিয়া সম্পন্ন করা এবং প্রয়োজনীয় উপাদান জোগাড় করার। 
এনআইএ সূত্রে খবর মডিউলের সদস্যরা নিজেদের মধ্যেই ২৬ লক্ষ টাকা তুলেছিল। মুজাম্মিল দিয়েছে ৫ লক্ষ, উমর ২ লক্ষ। আদিল রাদার ৮ লক্ষ, মু্জাফ্ফর রাদার ৬ লক্ষ এবং লখনউয়ের শাহিন সইদ দিয়েছে ৫ লক্ষ টাকা। সেই অর্থেই বিস্ফোরক সহ বিভিন্ন জিনিস কেনা হয়েছিল।

Comments :0

Login to leave a comment