মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে আফ্রিকা থেকে আনা চিতার আরো একটি চিতার মৃত্যু হয়েছে মঙ্গলবার। গত ২৭ মার্চ থেকে আজ প্রর্যন্ত তিনটি চিতার মৃত্যু হলো। গত মার্চ মাসে সাশা নামে একটি পুরুষ চিতার মৃত্যুর হয়েছিল। এদিন স্ত্রী চিতা দক্ষর মৃত্যু হয়েছে। তবে তবে কীভাবে এই চিতাটির মৃত্যু হয়েছে তা নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, দুটি পুরুষ চিতার মধ্যে দক্ষকে নিয়ে লড়াই চলছিল। সে সময়ই গুরুতর আহত হয় দক্ষ। গুরুতর আহত অবস্থায় দক্ষকে উদ্ধার করে চিকিৎসা করা হয়। তবুও তাকে বাঁচানো যায়নি। এদিন দুপুর ১২টা নাগাদ দক্ষর মৃত্যু হয়। পরস্পরের সাথে লড়াইয়ে লিপ্ত হয়ে মাত্রাতিরিক্ত রক্তক্ষরণে দক্ষর মৃত্যু হয়েছে। এর আগে “শাশা” নামের একটি স্ত্রী চিতার মৃত্যু হয় গতমাসে মৃত্যু হয় “উদয়” নামের একটি পুরুষ চিতার। এদিন মৃত্যু হলো স্ত্রী চিতা দক্ষর।
Comments :0