গত বুধবার বাংলাদেশের পিটিয়ে হত্যা করা হয়েছে সংখ্যালঘু হিন্দু এক যুবককে। ঘটনা ঘিরে উত্তেজনার মধ্যেই পুলিশ দাবি করছিল নিহতের বিরুদ্ধে তোলাবাজি করে টাকা আদায় চক্র চালানোর অভিযোগ ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যম বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়টি সরকারের নজরে আসলে। এই হত্যাকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তী সরকার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, সরকার স্পষ্টভাবে জানাতে চায় যে কোনো ধরনের আইনবহির্ভূত কাজ, দলবেঁধে মারধর বা হিংসা কোনভাবেই সমর্থন করে না। এ ঘটনায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে।
শরিফ ওসমানি হাদির মৃত্যুর হিংসার আগুন জ্বলেছে বাংলাদেশে। ময়মনসিংহে মৌলবাদী উন্মত্ত জনতা বস্ত্র শ্রমিক দীপু দাসকে পিটিয়ে হত্যা করেছে। তাঁর দেহ জ্বালিয়ে দিয়েছে এই বাহিনী। উন্মত্ত ভিড়ে তাণ্ডবে আগুনে পুড়ে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘ছায়ানট’ এবং সাংস্কৃতিক সংগঠন ‘উদীচী’। মৌলবাদী বাহিনীর তাণ্ডব, দল বেঁধে পিটিয়ে হত্যা, সংখ্যালঘুদের ওপর আক্রমণের প্রতিবাদে রাস্তায় নেমেছে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ অংশের বহু মানুষ। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ বামপন্থী দলগুলি রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে।
এদিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে বলা হয়েছে যে সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, একটি মহল নিহত ব্যক্তির ধর্মীয় পরিচয়কে সামনে এনে সাম্প্রদায়িক হামলা বল অপচেষ্টা চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এ ধরনের অপপ্রচার সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। সরকার সাম্প্রদায়িক হামলা চালানো মহলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছে এবং বিভ্রান্তিকর, উসকানিমূলক ও সাম্প্রদায়িক বক্তব্য প্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছে। কারণ হিসাবে সরকারের তরফে দাবি করা হয় আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বলা হয়েছে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার কোনো যে কোনো অপচেষ্টা সরকার কঠোরভাবে দমন করবে।
বুধবার রাতে বাংলাদেশে খুন হন অমৃত মণ্ডল এক যুবক। পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দাদের মারধরের পর গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে তাথকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ দাবি করে, সম্রাটের বিরুদ্ধে একাধিক খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে। টাকা তুলতে এলে উত্তেজিত জনতা তাঁকে মারধর করে।
Bangladesh
পিটিয়ে হত্যায় বিবৃতি অন্তর্বর্তী সরকারের
×
Comments :0