LIBIYA FLOOD

লিবিয়ায় বন্যায় নিখোঁজ অন্তত ১০ হাজার, জানাচ্ছে রেড ক্রস

আন্তর্জাতিক

বিধ্বংসী বন্যায় অন্তত ১০০ হাজার মানুষের খোঁজ নেই লিবিয়ায়। কেবল দেরনা শহরে নিখোঁজ অন্তত ৬ হাজার বাসিন্দা। ক্ষয়ক্ষতি ঠিক কত, বোঝার উপায় নেই এখনই। 

প্রবল নিম্নচাপের জেরে ঝড় ‘ড্যানিয়েল’ তছনছ করেছে উত্তর আফ্রিকার এই দেশকে ধ্বংসের ক্ষত মুখ্যত দেশের পূর্বাঞ্চলে। 

লিবিয়া থেকে ফিরে জেনেভায় সাংবাদিক সম্মেলন করেছেন রেড ক্রসের প্রতিনিধিরা। তাঁরা জানিয়েছেন অন্তত ১০ হাজার মানুষ নিখোঁজ লিবিয়ায়। নিহতের সংখ্যা ২ হাজারের বেশি। 

পূর্ব অঞ্চলের প্রতিনিধিসভার সদস্য এবং এই অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রী ওথমান আবুদলজলিলি জানিয়েছেন, বহু মানুষ ঘরের মধ্যে বন্দি। তাঁরা বেঁচে রয়েছেন কিনা জানা যায়নি। তাঁদের কাছে পৌঁছানোও যায়নি। 

ঝড়ের সঙ্গে অবিরাম জোরালো বৃষ্টির দাপটে লিবিয়ার পূর্বাঞ্চলে ধসে গিয়ে দু’টি বাঁধ। প্রবল বেগে জল ধেয়ে এসেছে একের পর এক লোকালয়ে। 

রেড ক্রসের প্রতিনিধিরা বলেছেন, একের এক এলাকা জুড়ে কেবল তাণ্ডব আর ধ্বংসের ছবি। বহু মানুষ ভেসে গিয়েছেন।

লিবিয়ার কাছে দেশ ইউরোপের গ্রিসেও কয়েকদিন আগেই নিম্নচাপের জেরে অতি প্রবল ঝড় হয়েছে। তবে ঝড় ভূমধ্য সাগরে চলে যাওয়ায় ভূখণ্ডে ক্ষয়ক্ষতি হয়েছে কম।  

Comments :0

Login to leave a comment