বুধবার সন্ধ্যায় অনন্তনাগের গোড়াল এলাকায় সন্ত্রাসবদীদের সঙ্গে সেনার গুলির লড়াই শুরু হয়। সেই লড়াই এখনো চলছে, এখনো অশান্ত এলাকা। এই ঘটনার মধ্যেই উত্তর কাশ্মীরের বারমুলা জেলায় নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। সেনার সঙ্গে গুলির লড়াইয়ে ৩ উগ্রপন্থীর মৃত্যু হয়েছে এমটাই দাবি করা হয়েছে সেনার তরফে।
সেনা বাহিনীর দাবি, শনিবার সকালে ৩ উগ্রপন্থী হাতলাঙ্গা নালা দিয়ে উরিতে প্রবেশের চেষ্টা করে। এই খবর পেয়ে তল্লাশি অভিযানে নামে সেনা ও পুলিশের যৌথবাহিনী। ৩ উগ্রপন্থী বারামুলায় লুকিয়ে রয়েছে সেই খবর পেয়ে তাদের ঘীরে ফেলে সেনা বাহিনী। উগ্রপন্থী ও সেনার মধ্যে শুরু হয় গুলির লড়াই। গুলির লড়াইয়ে ২ উগ্রপন্থীর মৃত্যু হয়। ঘটনায় গুরুতর যখম হয়েছে আরো এক উগ্রপন্থী। তার খোজে তল্লাশি অভিযানে নেমেছে সেনা ও পুলিশের যৌথবাহিনী।
বুধবার সন্ধ্যায় অনন্তনাগের গোড়াল এলাকায় সন্ত্রাসবদীদের সঙ্গে সেনার গুলির লড়াই শুরু হয়। শনিবারও সেই এলাকা অশান্ত। উগ্রপন্থীদের খুঁজতে সেনাবাহিনী ড্রোন ও রকেট লঞ্চারও ব্যবহার করছে।
Comments :0