BOOK REVIEW — PRODOSH KUMAR BAGCHI | A History of Adivasi Women in Post-Independence Eastern India — MUKTADHARA | 21 JUNE 2024

বই — প্রদোষকুমার বাগচী | প্রান্তিকের চেয়েও প্রান্তিক আদিবাসী নারীরা — মুক্তধারা | ২১ জুন ২০২৪

সাহিত্যের পাতা

BOOK REVIEW   PRODOSH KUMAR BAGCHI  A History of Adivasi Women in Post-Independence Eastern India    MUKTADHARA  21 JUNE 2024

বই

প্রান্তিকের চেয়েও প্রান্তিক  আদিবাসী নারীরা

প্রদোষকুমার বাগচী

মুক্তধারা


 স্বাধীনতার পরবর্তী সময়ে পূর্ব ভারতে বসবাসকারী আদিবাসী মহিলারা কি অবস্থায় আছেন এই নিয়ে বই লিখেছেন দেবশ্রী দে। এই বইতে  পূর্ব ভারতের চারটি রাজ্য— বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের আদিবাসী মহিলাদের  
কথা আছে।  স্বাধীন ভারতে কেমন আছে তারা, কি অবস্থায় আছে তাদের নিজস্ব সংস্কৃতি—এসব প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে এই বইয়ে।
যখন ভারত গঠন হয়নি, বা আজকের মতো প্রদেশ তৈরি হয়নি তখন থেকে  ঘরে বাইরে জল জঙ্গলকে ঘিরে এক ধরনের  আর্থিক কর্মকাণ্ড গড়ে তুলেছিলেন যে আদিবাসী মহিলারা আজ তাদের  বিপন্নতার শেষ নেই।
বন জঙ্গল পাহাড়ের অর্থনীতিকে নিজস্ব জীবিকার অর্থনীতিতে পরিণত করার মধ্য দিয়ে তৈরি হয়েছিল আদিবাসী নারীদের  নিজস্ব স্বর, সংস্কৃতি ও আর্থিক শৃঙ্খলা। একটা সময়ে পশ্চিমবঙ্গ বা বিহার বা ওড়িশা নামের কোনও প্রদেশ বলে  
যখন কিছু ছিল না, তখন থেকেই পাহাড় ও বনাঞ্চলকে কেন্দ্র করে তাদের নিজস্ব সংস্কৃতি নিয়ে তারা এগিয়ে চলেছেন। এ সহজ কথা নয়।  পিতৃতান্ত্রিক সমাজের একাধিক অন্যায় চাপের মুখে দাঁড়িয়ে সবাক ও স্বনির্ভর হতে চেয়েছে  
তাঁদের নিজস্ব সংস্কৃতি।  সে লড়াই শেষ হয়নি। তার উপর এবার  আঘাতটা এল  কর্পোরেট ও বহুজাতিক সংস্থার তরফে, যাদের পেছনে আছে রাষ্ট্রের সমর্থন।
যে পাহাড়ের কোলে, পাহাড়ি ছায়ায় তাঁদের সংস্কৃতির বিকাশ আজ সেই সংস্কৃতিকে চাপা দেওয়া হচ্ছে উন্নয়ন নামক কার্পেটের তলায়। তাদের বসত জমি তুলে দেওয়া হচ্ছে কর্পোরেট হাঙরদের হাতে। লেখক জঙ্গলমহল, কোরাপুট,  
মালকানগিরি এবং নিয়ামগিরি পাহাড়ের উগ্রপন্থী বলে চিহ্নিত গ্রামগুলি থেকেও তুলে এনেছেন দরকারি তথ্য। আদিবাসী নারীদের স্থানচ্যুত করতে পরিকল্পনামাফিক ডাইনি শিকারিদের সংখ্যা বাড়ানো হচ্ছে। বাড়ছে মেয়ে পাচারকারীর  
সংখ্যাও।  চা বাগান, পাথর ভাঙার স্থান, ইটভাটা এবং নির্মাণ শিল্পে ব্যাপক ক্ষেত্র সমীক্ষার উপর ভিত্তি করে লেখক বিপন্ন আদিবাসী মহিলাদের জীবনযাত্রা ও যন্ত্রণার কথা তুলে ধরেছেন সুচিন্তিত ছয়টি অধ্যায়ের মধ্য দিয়ে। 
A History of Adivasi Women in Post-Independence Eastern India 
The Margins of the Marginals.
Debasree De.Sage. New Delhi. Rs.990/-

Comments :0

Login to leave a comment