বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। শুক্রবার প্রয়াত হলেন প্রবীণ অভিনেতা সমীর মুখোপাধ্যায়। এদিন সকালে বেহালায় নিজের বাসভবনেই জীবনাবসান হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৮০।
সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’ সহ বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছে অভিনয় জগতে।
বার্ধক্যজনিত সমস্যায় অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তাঁকে হাসপাতালে ভর্তিও করা হয়। তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে দু’দিন আগে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এদিন সকালে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। শুরু হয় বমি। তার পরেই মৃত্যু হয় বর্ষীয়ান এই অভিনেতার।
Sameer Mukhopadhyay
প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সমীর মুখোপাধ্যায়
×
Comments :0