BLOOD DONATION

বিয়ের অনুষ্ঠানে রক্তদান বিরাটিতে

জেলা

BLOOD DONATION বিরাটিতে অনুষ্ঠানে অনীক-প্রিয়াঙ্কার সঙ্গে সুজন চক্রবর্তী।

অভিনব এবং ব্যতিক্রমী অনুষ্ঠান করল বিরাটির খোলসা কোটা অঞ্চলে হোড় পরিবার। বিবাহ অনুষ্ঠানের পর, শনিবার, নবদম্পতি সকালে বাড়িতে ফিরেই মেতে ওঠে রক্তদান শিবিরে। 

শনিবার এই রক্তদান শিবিরে যোগ দেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। নবদম্পতি, অনীক ও প্রিয়াঙ্কা, এদিন সুজন চক্রবর্তীর হাতে তুলে দিয়েছে জ্যোতি বসু রিসার্চ সেন্টার গড়ে তোলার জন্য ৫০ হাজার টাকার চেক। 

এদিন বিবাহ অনুষ্ঠানের মধ্যে শিবিরে রক্ত সংগ্রহ করতে আসে কামারহাটি মেডিসিন অফ সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের কর্মীরা। ৫৭ জন স্বেচ্ছায় রক্তদান করেন। বর্ণালী ক্লাবের মাঠে হয় অনুষ্ঠান। 

উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক এবং সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তন্ময় ভট্টাচার্য যোগ দেন অনুষ্ঠানে। উত্তর দমদম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুনীল চক্রবর্তী, সিপিআই(এম) নেতা দেবায়ন ব্যানার্জি, শম্ভু দত্ত চৌধুরী, মানস সিকদার, নাজমুস শাহাদা, সুভাষ চৌধুরীও যোগ দেন। 

রবিবার পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে রক্তদাতাদের বিশেষ আমন্ত্রণ জানিয়েছে হোড় পরিবার। 

Comments :0

Login to leave a comment