MALDAHA KHARWAR

মালদহের খারওয়ারি জনজাতি
বিষয়ে প্রকাশিত বই

জেলা

MALDAHA KHARWAR বইয়ের প্রচ্ছদ।

খারওয়ার জনজাতি গোষ্ঠীর জীবন ও সংস্কৃতি বিষয়ে প্রকাশিত হলো বই। লেখক সঞ্জয় কুমার মন্ডলের ‘মালদহ জেলার খারওয়ার জনজাতি’ শীর্ষক বইটি প্রকাশিত হয়েছে রতুয়া-২ ব্লকের পীরগঞ্জে একটি অনুষ্ঠানে। 

বই প্রকাশ অনুষ্ঠানে ছিলেন চৈতন্য মন্ডল, নিবারণ চন্দ্র মন্ডল, সুকুমার চন্দ্র মন্ডল, বিকাশ মন্ডল, সুজিত মন্ডল, সুরঞ্জিত মন্ডল, প্রফুল্ল মন্ডল, নন্দ মন্ডল, প্রিয়রঞ্জন মন্ডল, অংশুমান মন্ডল, দেবব্রত মন্ডল, সংযুক্তা মন্ডল প্রমুখ। 

লেখক সঞ্জয় কুমার মন্ডল বলেন, ‘‘বইটিতে খারওয়ার জনজাতির কৃষ্টি ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।’’ খারওয়ার জনজাতি সংগঠনের সম্পাদক চৈতন্য মন্ডল বলেন, ‘‘গ্রন্থটি খারওয়ার জনজাতির মানুষের‌ কাছে‌ ঐতিহাসিক দলিল হিসাবে থাকবে’’। 

খারওয়ার জনজাতির উপর সঞ্জয় কুমার মন্ডলের লেখা এটি তাঁর দ্বিতীয় বই। তাঁর প্রথম বইটিও ব্যাপক সমাদৃত হয়েছিল।

Comments :0

Login to leave a comment