কংগ্রেস জোটের শরিকরা একে অন্যকে যথেষ্ট সহায়তা করতে পারেননি। মহারাষ্ট্রের ফল বেরনোর পরদিন হারের এই ব্যাখ্যা দিলেন মহারাষ্ট্রে কংগ্রেসের নির্বাচনী দায়িত্বে থাকা জি পরমেশ্বর।
মহারাষ্ট্রে ২৮৮ আসনের বিধানসভায় কংগ্রেস লড়েছিল ১০১ আসন। জয়ী হয়েছে মাত্র ১৬টিতে। কংগ্রেস, এনসিপি (শারদ পাওয়ার) ও শিবসেনা (উদ্ধব থ্যাকারে) জোট মহা বিকাশ আঘাড়ি পেয়েছে ৪৯ আসন।
পরমেশ্বর রবিবার বলেছেন, ‘‘ফলাফল হতাশাজনক হওয়ার কারণ জোট শরিকদের মধ্যে বোঝাপড়ার গুরুতর অভাব। শিবসেনাকে যেভাবে সমর্থন করা উচিত ছিল, কংগ্রেস তা করে উঠতে পারেনি। আবার শিবসেনার কর্মীস্তরেও কংগ্রেসকে সমর্থনের আগ্রহ প্রয়োজনের তুলনায় কম থাকতে দেখা গিয়েছে। এনসিপি এবং কংগ্রেস বা এনসপি-শিবসেনার মধ্যেও বোঝাপড়ার অভাব হয়েছে।’’
লোকসভা নির্বাচনে রাজ্যে মহা বিকাশ আঘাড়ির ফল অত্যন্ত উৎসাহজনক ছিল। রাজ্যে ৪৮টি লোকসভা আসনের মধ্যে বিরোধী জোট জয়ী হয় ৩০ আসনে। কয়েকমাস বাদেই বিধানসভা নির্বাচন হওয়ায় আত্মসন্তুষ্টিও কাজ করছিল বলে অভিযোগ। পর্যবেক্ষকদের একাংশ বলেছেন যে বিজেপি জোট ‘মহায়ুতি’-কে হারানোর বদলে মহা বিকাশ আঘাড়ির শরিক নেতারা মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে বেশি মাথা ঘামাচ্ছিলেন।
পরমেশ্বর বলেছেন, ‘‘বিদর্ভে কংগ্রেসের অনেক বেশি আসনে জয়ী হওয়ার অনুমান ছিল। আমাদের হিসেব ছিল কেবল বিদর্ভের জেলাগুলিতেই ৫০ আসনে জয়ী হব। কিন্তু জয়ী হয়েছি মাত্র ৮ আসনে। সব মিলিয়ে অন্তত ৬০-৭০ আসনে জয়ী হতে পারত কংগ্রেস।’’
তবে জোটের বোঝাপড়ার পাশাপাশি ইভিএম কারচুপির আশঙ্কাও উড়িয়ে দেননি পরমেশ্বর।
Maharshtra Congress
মহারাষ্ট্রে জোটে বোঝাপড়ার অভাবকে দায়ী করছেন কংগ্রেস নেতা
×
Comments :0