West Bengal SSC scam

নিয়োগ দুর্নীতিতে শহরে ফের উদ্ধার টাকা ও সোনা

রাজ্য

West Bengal SSC scam

এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই গ্রেপ্তার করে মুখ্যমন্ত্রীর নির্দেশে পার্থ চ্যাটার্জির উদ্যোগে তৈরি হওয়া নিয়োগ নজরদারি প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্‌হাকে। নিয়োগ দুর্নীতি মামলায় এখনো জেলে রয়েছেন তিনি। হাজার হাজার প্রকৃত, যোগ্য চাকরি প্রার্থীদের বঞ্চিত করে স্রেফ টাকার বিনিময়ে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার চক্রে অন্যতম ব্যক্তি শান্তি প্রসাদ সিনহা’র বেনামে থাকা একাটি ফ্লাট থেকে বুধবার বিপুল পরিমান টাকা ও সোনা উদ্ধার করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মঙ্গলবার রাত থেকে সার্ভে পার্ক এলাকায় তাঁর একটি ফ্ল্যাট তল্লাশি চালাচ্ছিল সিবিআই। 

শান্তিপ্রসাদ সিনহা অন্য একজনের নামে এই ফ্ল্যাটটি কিনে রেখেছিলেন। সিবিআই জানতে পারে ওই ফ্লাটে লুকিয়ে রাখা হয়েছে টাকা, সোনা এবং চাকরি প্রার্থীদের নামের তালিকা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের একটি সূত্রে জানা গেছে ওই ফ্ল্যাটে দেড় কেজি সোনা এবং পঞ্চাশ লক্ষ টাকা লুকিয়ে রাখা ছিল। এছাড়াও দেড় হাজার চাকরিপ্রার্থীর তালিকাও উদ্ধার হয়েছে ওই ফ্লাট থেকে। সেগুলি বাজেয়াপ্ত করেছে সিবিআই। 
 

Comments :0

Login to leave a comment