Siliguri CITU

৯ আগস্ট শিলিগুড়িতে মহামিছিল

জেলা

Siliguri CITU


কেন্দ্রের মোদী সরকারের শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে আগামী ৯ আগস্ট শিলিগুড়িতে সিআইটিইউ সহ সমস্ত বামপন্থী ট্রেড ইউনিয়নের ডাকে মহামিছিল অনুষ্ঠিত হবে। সোমবার দুপুরে সিআইটিইউ সহ সমস্ত ট্রেড ইউনিয়নগুলির পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকে এখবর জানানো হয়। সাংবাদিক বৈঠকে সিআইটিইউ দার্জিলিঙ জেলা সম্পাদক সমন পাঠক বলেন, দেশব্যাপী ও রাজ্যব্যাপী কর্মসূচীর অঙ্গ হিসেবে ভারত ছাড়ো আন্দোলন ও আদিবাসী দিবসকে সামনে রেখে শিলিগুড়িতে এই মহামিছিল অনুষ্ঠিত হবে। ৯আগস্ট গোটা উত্তরবঙ্গের জেলাগুলির জমায়েত অনুষ্ঠিত হবে শিলিগুড়ি শহরে। ওই দিন বেলা ১২টা নাগাদ এয়ারভিউ মোড় মহানন্দা সেতুর সামনে থেকে মহামিছিল শুরু হবে। মিছিলের সমাপ্তি হবে বাঘাযতীন পার্কে। মিছিল শেষে বাঘাযতীন পার্কের পাশে ছয় ঘন্টার অবস্থান কর্মসূচি চলবে। 


সমন পাঠক বলেন, এই সময়কালে শ্রমিকদের অধিকারগুলো খর্ব করেছে বর্তমান কেন্দ্রের সরকার। ট্রেড ইউনিয়ন করার অধিকার সহ বিভিন্ন জায়গায় শ্রমজীবি মানুষের অধিকার কেড়ে নেবার চক্রান্তে লিপ্ত সরকার। নতুন শিক্ষানীতির দরুন আগামীদিনের প্রজন্ম আক্রান্ত। আক্রমণ নামিয়ে আনা হয়েছে অন্নদাতা কৃষকদের ওপরেও। সবদিক থেকেই আরএসএস ও বিজেপি আক্রমণ চালাচ্ছে। জঙ্গল, ভূমি ও সম্পদ রক্ষা করা, শ্রমিক ও কৃষকদের অধিকার রক্ষা, নতুন পেনশন বাতিল করা, মিডডে মিল, আইসিডিএস কর্মীদের ন্যূনতম বেতন দেওয়া, তাদেরকে কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়া, চা বাগিচা শ্রমিকদের ন্যূনতম মজুরি, তাদের জমির অধিকার দেবার পাশাপাশি ১০০দিনের কাজকে ২০০দিনের স্থানান্তরিত করার আহ্বান জানানো হবে ৯আগস্টের প্রতিবাদী মহামিছিল ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি থেকে। এদিনের সাংবাদিক বৈঠকে আইএনটিইউসি, এআইসিসিটিইউ, এআইটিইউসি, টিইউসিসি, ১২ই জুলাই কমিটি’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Comments :0

Login to leave a comment