SRIDIP BHATTACHARYA

লোকসভা হারাতে হবে বিজেপি, তৃণমূলকেও: শ্রীদীপ ভট্টাচার্য

রাজ্য জেলা

SRIDIP BHATTACHARYA রবিবার বাউড়িয়ায় বক্তব্য রাখছেন শ্রীদীপ ভট্টাচার্য।

মানুষের ভোটে তৃণমূল পঞ্চায়েত ভোটে জেতেনি। সেজন্য জয়ের উল্লাস করতে পারছে না। মানুষকে বাদ দিয়ে পঞ্চায়েত চালাতে গেলে লড়াই হবে। রবিবার এই হুঁশিয়ারি দিয়েছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য।

সিপিআই(এম) উলুবেড়িয়া পৌর উত্তর এরিয়া কমিটির দপ্তরে রবিবার আয়োজিত সভায় বক্তব্য রাখেন শ্রীদীপ ভট্টাচার্য। সিপিআই(এম) হাওড়া জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য নবীন ঘোষপার্টিনেতা মনোজ ব্যানার্জিও বক্তব্য। সভাপতিত্ব করেন তারক দাস।

শ্রীদীপ ভট্টাচার্য বলেন‘‘নতুন উদ্যমে মানুষের কাছে যেতে হবে। কমিউনিস্ট পার্টি আদর্শের পার্টি। বিজেপি ও তৃণমূল কংগ্রেস হাজার চেষ্টা করেও আমাদের শেষ করতে পারেনি। দেশ বাঁচাতে আরএসএস-বিজেপি’কে লোকসভা ভোটে হারাতে হবে। আবার এ রাজ্যের এক ইঞ্চি জমিও তৃণমূলকে ছাড়া হবে না।’’ 

কেন আরএসএস-বিজেপি’কে হটানোর ডাক ব্যাখ্যা করেন ভট্টাচার্য। তিনি বলেন, ‘‘আরএসএস -বিজেপি ভারতের ইতিহাসকে বিকৃত করছে। বৈচিত্রের মধ্যে ঐক্যের পরম্পরা ভাঙতে চাইছে। আজকের ভারত আক্রান্ত। কেরালার কান্নুর শহরে সিপিআই(এম) এর পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত নেওয়া হয়। বলা হয় যে বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে একজোট করে দেশ বাঁচাতে বিজেপি-কে পরাস্ত করার জন্য আমরা লড়াই করছি।’’ ভট্টাচার্য রাজ্যের প্রেক্ষিতে বলেন, ‘‘এ রাজ্যের মাটিতে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো তফাৎ নেই। তৃণমূল কংগ্রেসকে এক ইঞ্চি জমি ছাড়া হবে না। মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে নেই। তাই লড়াকু মেজাজ দেখে তৃণমূল ভয় পেয়েছে। পুলিশকে দিয়ে আমাদের প্রার্থীদের ভয় দেখিয়েছে। তবু ভয় পাওয়াতে পারেনি।’’

 সারা বাংলা জুড়ে পঞ্চায়েত ভোটের পর বামপন্থী প্রার্থীদের পক্ষে ভোট দেওয়া ব্যালট পাওয়া যাচ্ছে। ভট্টাচার্য বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস মানুষের ভোটে জেতেনি। তাই তৃণমূলকে জয়ের উল্লাস করতে দেখা যাচ্ছে না। পঞ্চায়েত ভোটে কেবল ভোটের দিনে তৃণমূল কংগ্রেস ভোট লুট করেনিগণনাকেন্দ্রেও লুট করেছে। কাউন্টিং সেন্টারে বিরোধী রাজনৈতিক দলের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। আক্রান্ত হয়েছে মানুষের গণতান্ত্রিক অধিকার।’’

ভট্টাচার্য মনে করিয়েছেন যে শহীদ পরিবারের দায়িত্ব পার্টিরই। সে দায়িত্ব নিয়েই চলবে সিপিআই(এম)।

Comments :0

Login to leave a comment