Minakshi Mukherjee

বারুইপুরে প্রতিবাদ মিছিল

জেলা

Minakshi Mukherjee ক্যাপশন: রবিবার বারুইপুরে প্রতিবাদ মিছিলে মীনাক্ষী মুখার্জি। ছবি: অনিল কুণ্ডু


পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সন্ত্রাস, ভোট লুট, মণিপুর, হরিয়ানায় বিজেপি’র সাম্প্রদায়িক সন্ত্রাস ও মালদহে নারী নির্যাতনের বিরুদ্ধে পথে নামল যুবরা। রবিবার ডিওয়াইএফআই দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির আহ্বানে তৃণমূল ও বিজেপি’র হিংসা, দুর্নীতি, নারী নির্যাতন, লুটের রাজনীতির বিরুদ্ধে বারুইপুরে প্রতিবাদ মিছিল হয়। বারুইপুরের পদ্মপুকুর মোড় থেকে মিছিল শুরু হয়। শহর এলাকা পরিক্রমা করে মিছিল শেষ হয় ২১৮ বাসস্ট্যান্ড এলাকায়। মিছিলে সামনের সারিতে ছিলেন ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। ছিলেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য, পারমিতা ঘোষচৌধুরি, তনুশ্রী মণ্ডল, জেলা সম্পাদক সোমনাথ ঘোষ প্রমুখ যুব নেতারা। 


এদিন মালদহ থেকে মণিপুর ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে সিপিআই(এম) সোনারপুর উত্তর এরিয়া কমিটির আহ্বানে মিছিল পরিক্রমা করে। গড়িয়া স্টেশন চত্বর থেকে মিছিল শুরু হয়। বালিয়া মোড় হয়ে প্রায় চার কিলোমিটার পথ পরিক্রমা করে মিছিল। মিছিলে ছিলেন পার্টিনেতা অপূর্বকুমার মণ্ডল সহ স্থানীয় অন্যান্য নেতা।   


 

Comments :0

Login to leave a comment