প্রকৃত দোষীদের আড়াল করতেই কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সময় নষ্ট করছে। যেকোন খুনের পিছনে একটি উদ্দেশ্য কাজ করে। সেখানে মোস্তফার কি ভূমিকা থাকতে পারে? কংগ্রেস বোর্ড গঠনে কোনও অবস্থানেই ছিল না। আমাদের মনে হয়েছে ওই গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে কে প্রধান হবেন, কে উপপ্রধান হবেন বিষয়টি নিয়ে গোষ্ঠীদ্বন্ধ চরমে উঠেছিল। সেই কারণেই কি পাঞ্জিপারার গ্রাম পঞ্চায়েতের প্রধান মোঃ মোস্তফাকে খুন হতে হলো -এমনই প্রশ্ন তুলেছেন চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক কংগ্রেস নেতা আলি ইমরান রামজ।
তিনি বলেন মোঃ মোস্তফা সাথে ছিল বলে পুলিশ তাঁকে সাক্ষী হিসেবে আটক করে। পরে কোনও চাপে পড়ে বৃহস্পতিবার রাত নয়টা নাগাদ তাকে গ্রেপ্তার করে। আমরা চাই প্রকৃত দোষী গ্রেপ্তার হোক এবং খুনের পিছনে কি রহস্য লুকিয়ে রয়েছে তা প্রকাশ করুক পুলিশ। ইসলামপুর পুলিশ জেলার সুপার জাসপ্রিত সিং বলেন, আমরা ঘটনার অনেকগুলি সূত্র পেয়েছি। বিহার পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এদিন ইসলামপুরের অতিরিক্ত বিচার বিভাগীয় আদালতের বিচারক সৌরভ কুমার জানা মহঃ মোস্তফাকে ১০ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন।
Pradhan Murder Case
প্রধান খুনে গ্রেপ্তার কংগ্রেসের পঞ্চায়েত সদস্য
×
Comments :0