BJP MAYOR CHANDIGARH

গণতন্ত্র’ হত্যা ‘: চন্ডীগড়ের মেয়রকে সরাচ্ছে বিজেপি

জাতীয়

জাতীয় স্তরের বৈঠকে লেগে থাকলো গণতন্ত্র হত্যার দাগ। চন্ডীগড়ের মেয়রকে পদ ছাড়তে বললেন জেপি নাড্ডরা। 
চন্ডীগড়ের মেয়র নির্বাচনে গুরুতর কারচুপি করেছে বিজেপি। সুপ্রিম কোর্ট বলেছে গনতন্ত্র হত্যা চলতে দেওয়া যায় না। সোমবার মামলার শুনানি ফের। তাঁর আগে মেয়র পদ ছাড়তে বলা হয়েছে মনোজ সোনকরকে। 
৩০ জানুয়ারি চন্ডীগড় মেয়র পদে নির্বাচন ছিল। আপ এবং কংগ্রেসের গরিষ্ঠতা থাকলেও ভোটে কারচুপি হয়। আপ এবং কংগ্রেসের ৮ কাউন্সিলরের ভোটে বাতিল করা হয়। 
দিল্লিতে চলছে বিজেপি’ র জাতীয় পরিষদ বৈঠক। সারা দেশ থেকে দলের নেতারা সেখানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩৭০ আসন নিশ্চিত করার ডাক দেন। অমিত শাহ কংগ্রেসকে আক্রমণ করেছেন পরিবারতন্ত্রের জন্য। কিন্তু গণতন্ত্র হত্যাকারীর আরোপ নিয়ে চুপ দলের নেতারা।

Comments :0

Login to leave a comment