Dakhsineswar Police worker injured

আবার শ্যুট আউট, এবার দক্ষিণেশ্বরে গুলিবিদ্ধ পুলিশ কর্মী

জেলা

Shoot Out

দক্ষিণেশ্বরে ডাকাতদলে পাকরাও করতে গিয়ে গুলিবিদ্ধ সিভিক ভলেন্টিয়ার(Civic Volunteer)। রহড়ায় কয়েক দিন আগে ৩৪ লক্ষ টাকা ডাকাতি হয়েছিল। সেই ডাকাত দলের তিনজন দক্ষিণেশ্বরের (Dakhinswar)হোটেলে লুকিয়ে আছে বলে গোপন সূত্রে জানতে পারে পুলিশ। তাদের ধরতে দক্ষিণেশ্বরের ওই হোটেলে হানা দেয় রহড়া থানার পুলিশ। ছবি দেখালে ডাকাতদলের সদস্যদের চিহ্নিত করে হোটেলের কর্মীরা। এরপরেই ২০৯ নম্বর রুমে গিয়ে দরজার কড়া নাড়তেই ঘরের দরজা খুলেই গুলি চালায় ডাকাত দল। তাতে সিভিক ভলেন্টিয়ার মহম্মদ রেজাউলের (Mohammad Rejaul) গুলি লাগে। এরপরে অন্য পুলিশ কর্মীরা ঘরে ঢুকে তিনজন ডাকাতকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে।


আহত রহড়া থানার সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer) রেজাউলকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসা চলছে তার। রেজাউলকে ৭ এমএম পিস্তল থেকে গুলি করা হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান। ঘটনাস্থলে রয়েছে ডিসি সাউথ অজয় প্রসাদ সহ বেশ কয়েকজন পুলিশ আধিকারিক। গ্রেপ্তার হওয়া তিন ডাকাত কামারহাটির লুটবাগানের বাসিন্দা। যে গুলি চালিয়েছে তার নাম মহম্মদ সোনু, তার সঙ্গে ছিল আখতার আলি ও পারভেজ আখতার।

Comments :0

Login to leave a comment