DENGUE JALPAIGURI

ডেঙ্গু ছড়াচ্ছে জলপাইগুড়িতেও

জেলা

পৌরসভার বৈঠকে সুপারভাইজারদের একাংশ।

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে জলপাইগুড়িতে। জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪৯। জলপাইগুড়ি পৌরসভা এলাকায় ১৪ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা আক্রান্ত হয়েছেন বলে বুধবার জানা গিয়েছে। সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ ঘোষ বলেন, আক্রান্তের বাড়িতে গিয়ে কোথাও জল জমে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

মঙ্গলবার জলপাইগুড়ি পৌরসভার স্বাস্থ্য বিভাগ আলোচনা সভা আয়োজন করে। প্রতিটি ওয়ার্ডের থেকে উপস্থিত ছিলেন ওয়ার্ড সুপারভাইজার এবং ডেঙ্গু সুপারভাইজাররা। চেয়ারপার্সন পাপিয়া পাল জানান, সমস্ত ওয়ার্ডের সুপারভাইজারদের নিয়ে আমরা বসলাম। সকলের কাছে অনুরোধ ওয়ার্ড সুপারভাইজারদের সঙ্গে সহযোগিতা করুন। তাঁদের বাড়িতে ঢুকতে দিন। তাঁরা বাড়ির সমস্ত এলাকা দেখবেন। কোথাও জমা জল রয়েছে কিনা তাও দেখবেন। জমা জল থাকলে ব্যবস্থা নেবেন।

তবে শহরের বিভিন্ন এলাকায় আবর্জনার স্তূপ জমা রয়েছে। জমা জলও রয়েছে। পৌরসভা পরিষ্কার করেনি। 

Comments :0

Login to leave a comment