দুয়ারে সরকার ক্যাম্প। আর সেই ক্যাম্পের কারণে এই মাসের দুদিন বন্ধ স্কুলে পঠনপাঠন। ঘটনাকে ঘিরে পুরুলিয়ায় বিতর্ক তৈরি হয়েছে। পুরুলিয়া ১ নম্বর ব্লকের লাগদা উচ্চ বিদ্যালয়। ছুটি দিয়ে, পঠনপাঠন বন্ধ করে চলছে দুয়ারে সরকার ক্যাম্প । ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক থেকে অন্যান্য শিক্ষকরা । গত ৪ঠা সেপ্টেম্বর এবং ১৩ সেপ্টেম্বর দুদিন ধরে বিদ্যালয়ে পঠনপাঠন বন্ধ করে চলছে দুয়ারে সরকারের ক্যাম্প । জেলার অন্যান্য ব্লক গুলোতেও একই চিত্র। কমিউনিটি হল থাকা সত্ত্বেও স্কুলগুলোকে নিয়ে ক্যাম্প করা হচ্ছে। যার ফলে শিকেয় উঠেছে পঠন পাঠন। সামনে রয়েছে বিভিন্ন ক্লাসের পরীক্ষা।
এভাবে স্কুল বন্ধ করে ক্যাম্প চালাতে বিঘ্নিত হচ্ছে পড়াশোনা। অনেক স্কুল কর্তৃপক্ষ বিদ্যালয় দিতে চাইছেন না। ব্লক কর্তৃপক্ষ কার্যত জোর করে বিভিন্ন স্কুল নিয়ে দুয়ারে সরকারের ক্যাম্প বসাচ্ছে। এতে লাটে উঠেছে পড়াশোনা। সমস্যার কথা মেনে নিয়েছেন লাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান ময়ূরবাহন ঘোষাল। তার বক্তব্য স্কুল বন্ধ না করে ক্যাম্প করলে ভালো। কিন্তু বিকল্প কোন জায়গা না থাকাতে বাধ্য হয়ে তারা স্কুলে ক্যাম্প বসাচ্ছেন। স্থানীয় শিক্ষক পলাশ মুখোপাধ্যায়ের বক্তব্য এভাবে দিনের পর দিন যদি স্কুল বন্ধ করে ক্যাম্প করা হয় তাহলে সিলেবাস শেষ করতে যথেষ্ট অসুবিধায় করবেন শিক্ষক-শিক্ষিকারা।
Comments :0