Tripura Election

ত্রিপুরায় ভোট ১৬ ফেব্রুয়ারি

জাতীয়

Tripura Election

উত্তর পূর্বের তিন রাজ্যে ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ত্রিপুরায় ভোট হবে ১৬ ফেব্রুয়ারি। মেঘালয় ও নাগাল্যান্ডে ভোট ২৭ ফেব্রুয়ারি। 

কমিশন জানিয়েছে তিন রাজ্যেই ফল ঘোষণা হবে ২ মার্চ। 

তিন রাজ্যেই বিধানসভার আসন ৬০টি করে। বিধানসভার মেয়াদ ত্রিপুরায় শেষ হচ্ছে ২২ মার্চ, মেঘালয়ে ১৫ মার্চ এবং নাগাল্যান্ডে ১২ মার্চ।

ত্রিপুরায় ৬০টি আসনের মধ্যে ৩০টি সংরক্ষিত নয়। ১০টি তপশিলি জাতি এবং ২০টি তপশিলি উপজাতি সংরক্ষিত। নাগাল্যান্ডে ৫৯টি আসনই সংরক্ষিত আদিবাসী প্রার্থীদের জন্য। ১টি কেবল সংরক্ষিত নয়। 

ত্রিপুরায় সরকার চালাচ্ছে বিজেপি, মেঘালয়ে বিজেপি’র সঙ্গী ন্যাশনাল পিপলস পার্টি এবং নাগাল্যান্ডে ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি। 

মেঘালয়ে কংগ্রেসের ১২ বিধায়ক যোগ দিয়েছেন তৃণমূলে। তার মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাঙমাও। 

Comments :0

Login to leave a comment