Elephants

শতাধিক হাতির তান্ডব ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে

জেলা

Elephants

হাতির তান্ডব ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার সুবর্ণরেখা নদী ও কাঁসাই নদী বিস্তীর্ণ এলাকায়। প্রায় ১৪০টি হাতির পাল তিন চারটি দলে ভাগ হয়ে সবজি , ধান সহ চাষের জমিতে হামলা চালাচ্ছে। ঘরবাড়ি ভেঙে দিয়ে চালের বস্তা তুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে চাষের জমির ক্ষতি করছে। নির্বিকার প্রসাশন।

রবিবার ভোরে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া হয়ে কাঁসাই নদীর পার মেদিনীপুর সদর ব্লকের পলাশিয়া মৌজায় হাতির পাল ঢোকে। দুই দফায় ১৪০টি মতো হাতির দল এলাকায় ঢুকে ধানের জমিতে তান্ডব চালায়। তিনটি দলে ভাগ হয়ে গুড়গুড়িপাল, লোহাটিকরী, এনায়েতপুর, মনিদহ এলাকায় ধান সবজি, ধান, চাষের জমি নষ্ট করে দেয়। হাতির দলে ৩৫-৪০টি শাবক থাকায় হাতির পাল হিংস্র মেজাজে তান্ডব চালাচ্ছে অভিযোগ কৃষকদের। সর্বশান্ত হয়ে তাঁরা ক্ষোভ ফেটে পড়েন।
তাদের অভিযোগ, গত এক সপ্তাহ ধরে সুবর্ণরেখা নদীর তটভূমিতে এই দলমার দল তান্ডব চালায়। সাঁকরাইল ব্লকের শতাধিক মৌজায় তান্ডব চালালেও বনদপ্তর, রাজ্য প্রশাসন হাতি তারানোর কোনো পদক্ষেপ নেয়নি। লোকাকয়ে ঢুকে ঘরবাড়ি ভাঙচুর, ধান চাল আটা লুঠ, গোবাদি পশুকে আক্রমণ করে মেরে ফেলার ঘটনাও ঘটেছে। সর্বশান্ত কৃষক, ক্ষতিগ্রস্ত গ্রামের মানুষ প্রসাশন ও বনদপ্তরকে জানালেও হাতির তান্ডব রুখতে কোনো পদক্ষেপ না নেওয়ায় গ্রামের মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। সাঁকরাইল ব্লকের পালুইডাঙ্গা মৌজায় এলাকার মানুষ পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়। প্রায় ছয় ঘন্টা অবোরুদ্ধ হয় ৬ নম্বর জাতীয় সড়কের সাথে যুক্ত জামবেদিয়া কেশিয়াপাতা রাজ্য সড়ক।

হাতির তান্ডবে ক্ষতিগ্রস্থ কৃষকরা কান্নায় ভেঙে পড়ে জানান, সার কীটনাশক বীজ চড়া দামে কিনে চাষ করে আজ সবটাই ক্ষতির মুখে। গত দুমাসে দুই জেলায় হাতির আক্রমণে আট জনের মৃত্যু হয়েছে, ঘরবাড়ি ভেঙেছে ৪৫টির বেশি। এখন বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হয়েছে হাতির তান্ডবে। গোয়ালতোড়ের দুর্গাবাঁধে সরকারি বীজ খামারের মজুদ রাখা বীজের গুদামে হাতির পাল হানা দেয়। দরজা জানালা ভেঙে নানান শস্য দানার বীজ তুলে নিয়ে চলে যায়। ফসলের ক্ষতির সাথে এলাকার মানুষ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। তাদের আশঙ্কা সন্ধ্যা বা ভোর রাতে ফের হয়তো হানা দিতে পারে হাতির পাল। হাতির হামলার ভয়ে অধিকাংশ গ্রামের মানুষ আতঙ্কিত। দিনের বেলায় ছাত্র ছাত্রীরা স্কুলে যেতে ভয় পাচ্ছে। হাটে বাজারে লোকজন বের হতে পারছেন না। কখনো বুনো হাতির দল গ্রামের মধ্যে ঢুকে পড়ছে কখনো শস্য খেতে হামলা চালাচ্ছে আবার বাড়ি ঘর ভেঙে দিচ্ছে। আবার কখনো স্কুলে ঢুকে মিডডে মিলের মজুত খাবার লুট করছে। হাতির তান্ডবের অতিষ্ঠ গ্রামবাসীরা। 

Comments :0

Login to leave a comment