জল্পনা ছিল অনেক দিন থেকেই। নাম বদলাতে পারে টুইটারের। এবারে টুইটারের কর্ণধার মিলন মাস্কের সেই টুইট জল্পনা কে আরও উসকে দিল। রবিবার মাস্ক টুইট করেছেন যে খুব শীঘ্রই হয়তো টুইটারের নাম এবং লোগো বদলে যেতে পারে
টুইটারে। মাস্ক লিখেছেন যে, যদি একটি ভালো এক্স লোগো পাওয়া যায় তবে কাল থেকেই তা টুইটারে লোগো হিসেবে ব্যবহার করা হবে।
অনেকে মনে করছেন যে এই এক্স নাম বা এক্স লোগো ব্যবহার করার পিছনে কাজ করছে এক্স কর্পো যা মাস্কের মালিকানাধীন।
মাক দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন সমস্যা মুখোমুখি হতে হয়েছে টুইটার কে। কর্মী ছাঁটাই থেকে শুরু করে একাধিক পথে হেটেও টুইটার আর্থিক সংকট তিনি কিছুতেই মেটাতে পারেননি। এখন দেখার নতুন লোগো নতুন নাম এনে টুইটারে আর কি কি চমক দিতে পারে মাস্ক।
Comments :0