Explosion at Tamil Nadu

তামিলনাড়ুর বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৮

জাতীয়

Explosion at Tamil Nadu

তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার একটি বাজি কারখানা বিস্ফোরণে অন্তত আট জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। জানা গেছে বিস্ফোরণের জেরে কারখানার দেওয়াল ভেঙে পড়ে। সেখানেই অনেক শ্রমিক আটকে আছেন আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে আশঙ্কা প্রশাসনের।


কৃষ্ণাগিরির জেলাশাসক জানিয়েছেন, শনিবার সকালে পাজেয়াপেত্তাইয়ের একটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রতিদিনের মতো এদিনও ওই কারখানায় শ্রমিকরা কাজ করছিলেন। সেই সময় হঠাৎই বিস্ফোরণ হয়। কারখানার দেওয়াল ভেঙে পড়ে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ হয় একটি হোটেল ও কয়েকটি বাড়ি। ঘটনাস্থল থেকে ৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিন জন মহিলা ছিলেন। অনেক ধ্বংসস্তুপের নিচে অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজ চলছে। বাজি থেকে নাকি অন্য কোনো কারণে এই ভয়াবহ বিস্ফোরণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

Comments :0

Login to leave a comment