সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তখন জারি প্রতিবাদ। ধর্মনিরপেক্ষ দেশে ধর্মের পরিচয়ে নাগরিকত্বের সেই আইনের বিরুদ্ধে শামিল সব ধর্মের মানুষ। উত্তর পূর্ব দিল্লির জাফরাবাদেও চলছিল শান্তিপূর্ণ অবস্থান। পিটিয়ে অবস্থান তুলে দেওয়ার হুমকি দিয়েছিলেন কপিল মিশ্র। বিজেপি’র এই নেতার ভাষণের পর শুরু হয় ভয়াবহ সাম্প্রদায়িক হিংসা, খোদ দেশের রাজধানীতে। সেই কপিল মিশ্রকেই দিল্লির সহ সভাপতি পদে বসালো অমিত শাহ-নরেন্দ্র মোদীর বিজেপি।
কপিল মিশ্র দিল্লিতে বিজেপি মহলে প্রভাবশালীই। পুলিশের সামনে হুঁশিয়ারি দেওবার পর হিংসা ছড়ালেও তাঁর বিরুদ্ধে দায়ের হয়নি এফআইআর। দিল্লি হিংসার চার্জশিটে তাঁর নাম রাখেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পুলিশ। তারপরও তাঁকে সহ সহাপতি পদ দেওয়ায় বিরোধীরা বলেছেন, ‘নির্লজ্জ সাম্প্রদায়িক হিংসাকে প্রশ্রয় দেওয়ার খোলাখুলি বার্তা দিলেন নরেন্দ্র মোদীরা। সেই সময়েই এই সিদ্ধান্ত যখন দিল্লি লাগোয়া হরিয়ানার গুরগাঁওয়ে দোকান, রাস্তা জ্বলেছে দাঙ্গায়। দুই জনগোষ্ঠীর সংঘর্ষে মণিপুর অশান্ত তিন মাসের বেশি সময় ধরে।’
২০২০’র ২৩ ফেব্রুয়ারি সেই ভাষণ দিয়েছিলেন কপিল মিশ্র। পুলিশের সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে আমেরিকার রাষ্ট্রপতি ডোানল্ড ট্রাম্পের দেশে ফিরে যাওয়া পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। জাফরাবাদের প্রতিবাদীরা তারপরও রাস্তা ফাঁকা না করলে বুঝে নেওয়া হবে। মৌজপুরে সেই ভাষণের পরপরই উগ্র হিন্দুত্ববাদী বাহিনী রাস্তায় তাণ্ডবে নেমে পড়ে, উত্তর পূর্ব দিল্লির বহু বাসিন্দা এমন অভিযোগ তুলেছেন। সেই হিংসায় প্রাণ গিয়েছে অন্তত ৫৩ জনের। কপিল মিশ্রের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়া হলেও ধর্মীয় বিভাজনের নাগরিকত্ব আইনের প্রতিবাদে শামিল একের পর এক সমাজকর্মী, ছাত্রদের জেলে ভরেছে দিল্লি পুলিশ।
শনিবার দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব জানিয়েছেন যে কপিল মিশ্রের নাম পদাধিকারীর তালিকায় আগেই রাখা হয়েছিল। তবে কিছু কারণে তা কয়েকদিন বাদে ঘোষণা করা হলো।
কপিল মিশ্র কেবল ভাষণই দেননি, টুইটও করেছিলেন। ২০২০’তে নির্বাচন কমিশন সেই টুইটকে হিংসায় প্ররোচনামূলক বলে টুইটারকে তা মুছে ফেলার নির্দেশও দিয়েছিল। মিশ্র যদিও জানিয়েছিলেন এমন বক্তব্যের জন্য তাঁর কোনও অনুশোচনা নেই। দরকার হলে ভবিষ্যতে ফের করবেন। মিশ্রের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানান আইনজীবীদের একাংশও। দিল্লির সংখ্যালঘু কমিশনও জানিয়েছিল যে প্রাণঘাতী হিংসা দিল্লিতে ছড়ানোর মূলে কপিল মিশ্রের ভাষণ।
ব্যবস্থা তো দূর, বরং তাঁকেই মুখ হিসেবে সামনে রেখে দিল্লির লোকসভা নির্বাচন লড়বে বিজেপি।
Comments :0