সন্দেশখালির ধৃত তৃণমূল নেতা শিবু হাজরাকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বসিরহাট আদালত।
শনিবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সাংবাদিক বৈঠকের মাত্র দশ মিনিটের মধ্যেই ন্যাজাট থানা এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে সন্দেশখালিকাণ্ডের অভিযুক্ত শিবু হাজরাকে। রবিবার শিবুকে ১০ দিনের পুলিশ হেফাজত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হলে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বসিরহাট আদালত।
ধৃত শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে অন্যান্য অভিযোগের পাশাপাশি দলবদ্ধ ধর্ষণ ও খুনের চেষ্টার মামলা সহ একাধিক মামলা হয়েছে। মহিলাদের রাস্তায় নেমে আন্দোলনের চাপেই শনিবার পুলিশ গ্রেপ্তার করে সন্দেশখালিকাণ্ডের অভিযুক্ত শিবু হাজরাকে। এদিন পুলিশের তরফে আদালতে জানানো হয়, অভিযোগের কথা স্বীকার করেছেন শিবু। জামিন পেলে এলাকায় শান্তি বিঘ্নিত হতে পারে, তদন্তও প্রভাবিত হতে পারে। এই যুক্তিতেই পুলিশ হেফাজতের আবেদন জানালে আদালত ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। তবে কোন অভিযোগের কথা স্বীকার করেছেন শিবু সেই কথা উল্লেখ করেনি পুলিশ।
Sandeshkhali Sibu Hazra
শিবপ্রসাদ হাজরার ৮ দিনের পুলিশি হেফাজত
×
Comments :0