Faizabad Riot

২০১২ সালের সাম্প্রদায়িক দাঙ্গা মামলায় ১৪ অভিযুক্তকে খালাস দিল ফৈজাবাদ আদালত

জাতীয়

ফৈজাবাদের একটি স্থানীয় আদালত প্রমাণের অভাবে ২০১২ সালের একটি সাম্প্রদায়িক দাঙ্গা মামলায় ১৪ অভিযুক্তকে খালাস দিয়েছে।
ফৈজাবাদ জেলা বিচারক সঞ্জীব ফৌজদারের আদালত মঙ্গলবার এই আদেশ দিয়েছেন, জেলা সরকারের আইনজীবী রাম কৃষ্ণ তিওয়ারি জানিয়েছেন। তিওয়ারি বলেছেন, ‘‘মামলার সমস্ত সাক্ষী ‘বেঁকে’ বসে এবং পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনও প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়।’’ আদালত ১৪ আসামির সবাইকে খালাস দিয়েছে বলে জানান তিনি।

২৪ অক্টোবর, ২০১২ তারিখে ফৈজাবাদে একটি মিছিল চলাকালীন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের দ্বারা দুর্গার কিছু মূর্তি আক্রমণ করার গুজব ছড়িয়ে পড়ে। পড়া দাঙ্গার সময় দুই ব্যক্তি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। দাঙ্গার সময় কয়েক ডজন দোকানপাট ও বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয় এবং লুটপাট করা হয়। উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে এবং পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।

Comments :0

Login to leave a comment