GOLDY BRAR

গোল্ডি ব্রারকে সন্ত্রাসবাদী ঘোষণা কেন্দ্রের

জাতীয়

র‌্যাপ গায়ক সিধু মুসেওয়ালা হত্যায় জড়িত গোল্ডি ব্রারকে সন্ত্রাসবাদী ঘোষণা করল নয়া দিল্লি। কানাডার বাসিন্দা ব্রারকে ইউএপিএ আইনে সন্ত্রাসবাদী ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মুসেওয়ালা খুনের পর ব্রার নিজেই হত্যাকাণ্ডে জড়িত থাকার দাবি জানায়। 
গোল্ডি ব্রারের নাম আসলে সতিন্দরজিৎ সিং। ২০১৭’তে কানাডায় গিয়েছিল ছাত্র হিসেবে ভিসা পেয়ে। বেশ কিছুদিন ধরে কানাডা থেকে দুষ্কৃতী চক্র পরিচালনায় অভিজুক্ত গোল্ডি ব্রার। আরেক দুষ্কৃতী লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ ব্রার। 
স্বরাষ্ট্র মন্ত্রকের ঘোষণায় বলা হয়েছে, ‘ব্রার সীমান্তপার বেআইনি কার্যকলাপে জড়িত। উগ্র মতাদর্শের বাহক এবং জাতীয়তাবাদী নেতাদের হুমকি দিয়ে ফোন করে টাকা চেয়ে থাকে। খুনের দাবি করে সোশাল মিডিয়ায় পোস্ট দেয়।’ 
কেন্দ্রের অভিযোগ, অত্যাধুনিক অস্ত্র চোরাচালানেও জড়িত ব্রার। বিস্ফোরক লেনদেনও করেছে। পাঞ্জাবে শান্তি শৃঙ্খলা নষ্টা করতে তৎপর ব্রার। সাম্প্রদায়িক সদ্ভাব ভাঙতেও সক্রিয়।

Comments :0

Login to leave a comment