Metro

ফের মেট্রো বিভ্রাট, বন্ধ পরিসেবা

কলকাতা

ফের মেট্রো বিভ্রাট। রবিবার সকালে ময়দান থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ ছিল। জানা যাচ্ছে প্রায় এক ঘন্টা পরিষেবা বন্ধ থাকার পর দক্ষিনেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত চালু হয় পরিষেবা। ছুটির দিন পরিষেবা বন্ধ থাকায় ভোগান্তির মধ্যে পড়েন যাত্রীরা।

প্রতি রবিবার সকাল ৯টা থেকে শুরু হয় মেট্রো পরিষেবা। কিন্তু সকালে থেকে ময়দান থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ থাকে। মেট্রো সূত্রে খবর, শনিবার রাতে পাওয়ার ব্লক করে কাজ হওয়ার জন্য। রবিবার সকালেও পাওয়ার ব্লক তোলা হয়নি। তাই পুরোপথে মেট্রো চলছিল না। প্রায় এক ঘন্টা পর পরিষেবা স্বাভাবিক হয়।

যাত্রীদের প্রায় দিন ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। পরিষেবায় গাফিলতি অভিযোগও করছেন তাঁরা। রক্ষনাবেক্ষনের জন্য আগেও বন্ধ করে হয়েছিল পরিষেবা।  

Comments :0

Login to leave a comment