মুক্তধারা
কবিতা
ছড়ার রাজা
-------------------------
সুদীপ্ত বিশ্বাস
-------------------------
১৭ নভেম্বর ২০২৫, বর্ষ ৩
তোমার ছড়া স্বদেশ বিদেশ বিশ্ব জুড়ে জয়ী হোক
তোমার ছড়া দিক ভুলিয়ে দুঃখী যারা তাদের শোক।
ছড়ায় তুমি রাজপুত্তুর ছড়ায় তুমি সড়াৎ সড়
রিম ঝিম ঝিম বৃষ্টি নামাও মেঘও ডাকাও কড়াৎ কড়।
তোমার ছড়ায় সবার প্রাণে উথলে ওঠে পুলক গো
তোমার ছড়ায় নাচতে থাকে দেশ দুনিয়া ভূলোক গো
ধন্য তুমি ছড়ার রাজা ধন্য তুমি ধন্য গো
নাচতে থাকে প্রাণ মন সব তোমার ছড়ার জন্য গো।
Comments :0