Bangladesh

প্রকাশ করা যাবে না হাসিনার বক্তব্য নির্দেশ ইউনুস সরকারের

আন্তর্জাতিক

শেখ হাসিনার কোন বক্তব্য প্রকাশ করা যাবে না। সোমবার ঢাকার অরপাধ ট্রাইব্যুনালের রায়ের পর বাংলাদেশের সংবাদমাধ্যম গুলোর উদ্দেশ্যে এমনই নির্দেশ জারি করেছে মুহাম্মদ ইউনুস সরকার। গতকাল শেখ হাসিনা এবং তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসির সাজা সুনিয়েছেন আদালত। যদিও সেই রায় নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন বক্তব্য রয়েছে। আওয়ামী লিগ সহ বাংলাদেশের আইনজীবীদের একাংশের কথায় এই রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত।
বিবৃতিতে এ-ও বলা হয়েছে সেই দেশের কয়েকটি সংবাদমাধ্যম হাসিনার বক্তব্য প্রকাশ বা প্রচার করছে, তাতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি উদ্বিগ্ন। একই সঙ্গে সরকারের ওই সংস্থা সাইবার সুরক্ষা সংক্রান্ত নিয়মের কথা উল্লেখ করে জানিয়েছে, জাতীয় সুরক্ষা, সম্প্রীতি ক্ষতি করে কিংবা ধর্ম বা জাতিগত বিদ্বেষে উস্কানি দেয় এমন বক্তব্যকে তারা মুছে দিতে পারে। মিথ্যা পরিচয় দিয়ে কিংবা অবৈধ ভাবে ঘৃণাভাষণ ছড়ালে দু’বছরের জেল কিংবা ১০ লক্ষ টাকা (বাংলাদেশের মুদ্রায়) পর্যন্ত জরিমানা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে বিবৃতিতে। এই প্রথম নয় এর আগেও হাসিনার বক্তব্য সম্প্রচার করা যাবে না এমন নির্দেশিকা জারি করেছিল ইউনুস সরকার।
গত বছর ৫ আগস্ট বাংলাদেশ ছাড়ার পর বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে অডিও বার্তা দিয়েছেন আওয়ামী লিগের শীর্ষ নেত্রী। গতকাল তার রায়ের আগেও তিনি অভিও বার্তা দিয়েছেন। সেখানে তিনি বলেন, ‘‘একটি রায়কে হাতিয়ার করে তারা (বর্তমান সরকার) বিভিন্ন কথা বলতে পারে। আমি বাংলাদেশের মানুষের জন্য কাজ চালিয়ে যাবো। আমি আমার বাবা মাকে হারিয়েছি, ভাই বোনদের হারিয়েছি।’’
হাসিনা অভিযোগ করেন মুহাম্মদ ইউনুস সরকার আওয়ামী লিগকে শেষ করে দিতে চায়। তার কথায় আওয়ামী লিগ লড়াই করে উঠে এসেছে তাকে শেষ করা যাবে না। হাসিনার কথায় বাংলাদেশের মানুষ ইউনুস সরকারের নীতি এবং কাজ কর্মের বিরুদ্ধে তাদের রায় দেবেন।
অন্যদিকে গতকাল রায়কে কেন্দ্র করে বার বার উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। ৩২ ধানমুন্ডী ভেঙে ফেলার জন্য এক্সকাভেটর নিয়ে সেখানে হাজির হয় একদল বিক্ষোভকারি। পাল্টা জমায়েত করে আওয়ামী লিগ। যদিও সেনা এবং পুলিশের তৎপরতায় কোন ঘটনা ঘটেনি।

Comments :0

Login to leave a comment