U-19 Men's World Cup Cricket

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম দিনই নামছে ভারত

খেলা

অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট বিশ্বকাপের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল আইসিসি। জিম্বাবোয়ে এবং নামিবিয়া যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজক। ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত হবে এই টুর্নামেন্ট। 
টুর্নামেন্টের শুরুর দিনই ভারত খেলবে আমেরিকার বিরুদ্ধে। গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া খেলবে দ্বিতীয় দিন খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। 
সূচিতে জানানো হয়েছে ১৬টি দল মোট ৪১টি ম্যাচ খেলবে। ফাইনাল হবে হারারে স্পোর্টস ক্লাবে। 
জানানো হয়েছে ৪টি করে দল নিয়ে ৪টি গ্রুপ হবে। গ্রুপ পর্যায়ের পর হবে ‘সুপার সিক্স’। তারপর হবে সেমিফাইনাল এবং ফাইনাল। 
জিম্বাবোয়ের জিম্বাবোয়ের হারারে স্পোর্টস ক্লাবের পাশাপাশি তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব এবং কুইনস স্পোর্টস ক্লাবে খেলা হবে। নামিবিয়ায় খেলা হবে নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড এবং এইচপি ওভাল স্টেডিয়ামে।

Comments :0

Login to leave a comment