নজির বিহীন চিত্র রাজভবনে। তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জির মন্তব্যের পর ডগ স্কোয়াড, বোম্ব স্কোয়াড নিয়ে চিরুনি তল্লাশি চললো গোটা রাজভবনে। নেতৃত্ব দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজেই। এই ঘটনায় সিপিআই এম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন যে যত ভোট এগিয়ে আসবে ততই এই তৈরী করা দ্বন্ধ দেখা যাবে।
জানা গেছে, রাজ্যপাল বিশেষ কর্মসূচিতে উত্তরবঙ্গে ছিলেন। সেই সফর সংক্ষিপ্ত করে সোমবার রাজভবন ফিরে এসেছেন এই তল্লাশি অভিযানের জন্য। রাজভবনে কোথাও বোমা গুলি রয়েছে কী না তা দেখার জন্য সাংবাদিক, সাধারণ মানুষ সহ পুলিশ এবং তদন্তকারীদের জন্য রাজভবনের দরজা খোলা রাখা হয়েছিল রবিবার। সোমবার নিজেই তল্লাশি জন্য নামলেন রাজ্যপাল। সিআরপিএফ, ডগ স্কোয়াড, বোম স্কোয়াড, কলকাতা পুলিশের আধিকারিক নিয়ে গোটা রাজভবনে তল্লাশি করা হয় এবং সেই তা সরাসরি সম্প্রচারও করা হয়।
সংবাদ রাজভবনে সাংবাদিক সম্মেলন করেন আনন্দ বোস। তিনি বলেছেন, "সাংসদের মন্তব্য আসলে প্ররোচনা মূলক ও ভিত্তিহীন। আমি নিজে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তল্লাশি অভিযানে ছিলাম, কিছুই পাওয়া যায়নি।" তার কথায় রাজভবন সমস্ত আইনি ব্যবস্থা গ্রহণ করবে। উপযুক্ত পদক্ষপ নেওয়া হবে যাতে রাজভবনের প্রতি মানুষের আস্থা না হারায়।
উল্লেখ্য, সাংসদ কল্যাণ ব্যানার্জি শনিবার মন্তব্য করেন যে গোটা রাজভবনে বোমা গুলি বন্দুক মজুত রাখা হয়েছে। দুষ্কৃতীদের আশ্রয় দেওয়া হচ্ছে সেখানে। সেই বন্দুক-বোমা দুষ্কৃতীদের হাতে তুলে দেওয়া হচ্ছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হামলা করার জন্য। এই মন্তব্যের বিরুদ্ধে বিবৃতি জানিয়ে বলা হয়েছে, "সাংসদ কল্যাণ ব্যানার্জির অভিযোগ, রাজভবনে অস্ত্র ও গোলাবারুদ বিতরণ করা হয়। এই কথা সত্য নয়।" এই মন্তব্যকে গুরুত্ব দিয়ে তদন্ত করার জন্য লোকসভার স্পিকারের কাছে অনুরোধ করা হয়েছে রাজভবনের তরফে।
Comments :0