AIDWA Kolkata

প্রতিরোধ গড়ারও ডাক কলকাতার মহিলা সম্মেলনে

কলকাতা

কলকাতা জেলা সম্মেলন থেকে নির্বাচিত সভাপতি, সম্পাদক, পত্রিকার সম্পাদক, কোষাধ্যক্ষ

শুধু নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই সংগ্রামই নয়, প্রতিরোধের আহ্বানও জানালো সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কলকাতা জেলা সম্মেলন। 
রবিবার, জেলা সম্মেলনের দ্বিতীয় দিনে, পর্যবেক্ষণ জানিয়ে বক্তব্য রাখেন মহিলা সমিতির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রূপা বাগচী। তিনি বলেন, বিজেপি-আরএসএস চাইছে তার মনুবাদী ভাবনায় মহিলাদের আটকে রাখতে। রাজ্যের মাটিতে নারীবিরোধী মনুবাদের পক্ষেই রয়েছে তৃণমূল কংগ্রেস। দুর্গাপুরের মেডিক্যাল কলেজে ধর্ষণের অভিযোগ ওঠায় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মহিলাদের রাত দশটার পর বাইরে বেরোনোর প্রয়োজন নেই। এটিও আসলে মনুবাদেরই প্রচার। 
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কলকাতা জেলা ২৯ তম সম্মেলনে মোট ৫৫ জন প্রতিনিধি আলোচনা করেন। একাধিক আলোচনা থেকে লক্ষ্মীর ভান্ডার বিষয়ক সমস্যা, মহিলাদের মধ্যে বিভেদের রাজনীতির পাশাপাশি বৈষম্য ও নারী নির্যাতনের একাধিক কথা উঠে আসে। 
রূপা বাগচী বলেন, একদিকে সামাজিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, নিপীড়ন। তার বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি মহিলাদের একাত্ম হতে হবে পরিবেশ আন্দোলনের সঙ্গে। তিনি বলেন যে নদীয়ার কিশোরী তামান্না খাতুনকে হত্যার পর তার মা আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন। মহিলা আন্দোলনকে বারবার পাশে দাঁড়াতে হবে। আবার প্যালেস্তাইনের শিশুদের হত্যাতেও সচেতন প্রচার গড়া জরুরি। 
নারী নির্যাতন প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন যে প্রয়োজনে বিভিন্ন এলাকায় মহিলাদের ক্যারাটে প্রশিক্ষণ থেকে মানসিকভাবে পাশে থাকতে কাউন্সেলিংয়ের উদ্যোগও থাকা প্রয়োজন। 

সম্মেলন থেকে সভাপতি ও সম্পাদক পদে পুনর্নির্বাচিত হন পারমিতা সেন রায় ও সমিতা হর চৌধুরী। ৬১ জনের জেলা কমিটি নির্বাচিত হয়েছে।

Comments :0

Login to leave a comment