SIR

২০০২ সালের লিস্টে নাম নেই, আতঙ্কে বলাগড়ের পোতাগাছির ভোটাররা

জেলা

একটা বুথের প্রায় সবার নাম উধাও, নাম বাদ যাবার আশঙ্কায় হুগলির বলাগড়ের পোতাগাছির ভোটাররা। হুগলির বলাগড়ের একতারপুর পঞ্চায়েতের পোতাগাছি গ্রামে প্রায় ৯০০ মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার লিস্টে। গ্রামের মানুষদের দাবি, তাঁরা বহু বছর ধরে এই এলাকার বাসিন্দা। সকলের কাছেই রয়েছে আধার কার্ড রেশন কার্ড জমির দলিল ভোটার আইডি কার্ডও। তবে ওই গ্রামে মানুষের অভিযোগ একটি বুথের প্রায় ৯০০ ভোটারের নাম নেই নির্বাচন কমিশনের প্রকাশিত ২০০২ সালের ভোটার তালিকায়। কিন্তু ইসি’র ওয়েবসাইটে তথ্য যাচাই করতে গেলে তাঁদের ২০০৩ সালের ভোটার লিস্টে নাম দেখা যাচ্ছে। এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামে। ২০০২ সালের লিস্টে নাম না থাকায় তাঁদের এসআইআর এ নাম ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। তাঁরা এও দাবি করেছেন ২০০২ সালের আগে পরে তাঁরা ভোট দিয়েছেন। গ্রামবাসীরা জানান, “আমরা এখানেই জন্মেছি, বড় হয়েছি। কর দিয়েছি, ভোট দিয়েছি। আজ হঠাৎ করে জানানো হচ্ছে আমাদের নাম তালিকায় নেই শেষ এসআইআর-এ। তাহলে আমরা কারা?
“ওয়েবসাইট খুললে ২০০৩ সালের লিস্ট দেখাচ্ছে,  কিন্তু যেখানে নির্বাচন কমিশন বলেছে ২০০২ সালের লিস্টই চূড়ান্ত। আমরা কোনটা বিশ্বাস করব? এর আগে বলাগড় ব্লকের বাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের করিন্যা গ্রামে প্রায় দেড় হাজার মানুষের নাম ২০০২ সালের তালিকায় না পাওয়া নিয়ে দুশ্চিন্তা ছড়িয়েছিল। এবার একই ধরনের সমস্যায় নাজেহাল পোতাগাছির বাসিন্দারা। ভোটারের নাম উধাও হওয়ার পর থেকে গ্রামের মানুষ প্রতিদিন ব্লক অফিসে ভিড় করছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাঁদের নাম ভুলবশত বাদ পড়েছে, তাঁরা ফর্ম পূরণ করে আবেদন করুন। বৈধ ভোটারদের নাম অবশ্যই অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়েছে। আগেই জানিয়েছে নির্বাচন কমিশন শুনানিতে উপস্থিত হয়ে নথি দেখিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি হবে ২০০২ এসআইআর এ নাম না থাকলেও ভয়ের কিছু নেই। প্রশাসন সূত্রে জানা গেছে,  জেলার বেশ কিছু জায়গায় এই ধরনের বিভ্রাট ধরা পড়েছে, যা পরীক্ষা করে দেখছে নির্বাচন দপ্তর। ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ চলছে। হুগলির জেলাশাসক খুরশিদ আলী কাদরী জানান ভোটারদের ভয় পাওয়ার কোনো বিষয় নেই। ইতিমধ্যেই আমরা বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছি।

Comments :0

Login to leave a comment