Bangladesh

ছাঁটাইয়ের বিরুদ্ধে শ্রমিক বিক্ষোভ বাংলাদেশে

আন্তর্জাতিক

বাংলাদেশের নীলফামারীর উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোনের (ইপিজেড) সোনিক বাংলাদেশ লিমিটেড কারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা। মঙ্গলবার সকালে উত্তরা ইপিজেডের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে অবস্থান করেন শ্রমিকরা।
বিক্ষোভকারীরা জানান, কোনো কারণ ছাড়াই কারখানার দুই শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। তাদের অভিযোগ পরিবারিক সমস্যায় ছুটি চাইলেও ছুটি দেওয়া হয় না। দুপুরের খাবারের সময় বৃদ্ধি, নির্ধারিত সময়ে ছুটি প্রদানসহ বিভিন্ন দাবিসহ দ্রুত ছাঁটাই হওয়া শ্রমিকদের চাকরিতে ফেরানোর দাবিও জানানো হয়।
সনিক বাংলাদেশ লিমিটেডের শ্রমিক আলামিন ইসলাম বলেন, ‘কোনো কারণ ছাড়া আমাদের দুইজন সহকর্মীকে ছাঁটাই করা হয়েছে। এভাবে আমাদের সবাইকে ইচ্ছেমতো ছাঁটাই করবে, আমরা তা মানি না। আমাদের সহকর্মীদের চাকরিতে বহাল সহ দাবিগুলো মানতে হবে।
উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার সংবাদ মাধ্যমকে জানান, সনিক বাংলাদেশ লিমিটেড কর্তৃপক্ষ নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী দুই শ্রমিককে ছাঁটাই করে দিয়েছে। পরে অন্য শ্রমিকরা এই সিদ্ধান্ত না মেনে তাদের বহাল সহ ১১ দফা দাবি তুলে ধরেছেন। কর্তৃপক্ষ দাবিগুলো বিবেচনায় করছে। তবে শ্রমিকরা আন্দোলন অব্যাহত রেখেছেন। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

Comments :0

Login to leave a comment