CUSTODIAL DEATH GUJARAT

হেপাজতে মৃত্যু সবচেয়ে বেশি গুজরাটে

জাতীয়

CUSTODIAL DEATH GUJARAT

পুলিশ হেপাজতে মৃত্যু সবচেয়ে বেশি গুজরাটে। সংসদে এই তথ্য জানিয়েছে কেন্দ্রই। ২০২১-২২ পর্যন্ত পাঁচ বছরে মোট ৮০ জন বন্দির মৃত্যু হয়েছে পুলিশ হেপাজতে। 

সংসদের বাজেট অধিবেশনে হেপাজতে মৃত্যুর তথ্য দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে এই পাঁচ বছরে হেপাজতে মৃত্যুর সংখ্যা ৩০। 

পুলিশ হেপাজতে মৃত্যু মানবাধিকারের বিচারে গুরুতর প্রশাসনিক গলদ বলেই বিবেচিত হয়। সরকারে আসীন শক্তির রাজনৈতিক অভিমুখও ধরা পড়ে হেপাজতে মৃত্যুর হিসেবে। 

হেপাজতে মৃত্যুতে গত কয়েক বছরে বিপজ্জনক প্রবণতা দেখা গিয়েছে উত্তর প্রদেশও। যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিজেপি সরকার আসীন হওয়ার পর থেকে বিনা বিচারে হত্যার অভিযোগ প্রবল সে রাজ্যে। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তাঁরই মন্ত্রকের তথ্য জানাচ্ছে যে গত পাঁচ বছরের প্রতিবারই রাজ্যে পুলিশ হেপাজতে মৃত্যুর সংখ্যা দুই অঙ্কে থেকেছে। ২০১৭-১৮’তে ১৪, ২০১৮-১৯’এ ১৩, ২০১৯-২০’তে ১২, ২০২০-২১’এ ১৭ এবং ২০২১-২২’এ ২৪ জনের মৃত্যু হয়েছে গুজরাটের হেপাজতে। 

 

Comments :0

Login to leave a comment