Ham radio

অসুস্থ বৃদ্ধাকে বাড়ি ফেরাল হাম রেডিও

জেলা

 

সঙ্গাহীন অবস্থায় হাওড়ার বামুনগাছি বাজারে রাস্তার ধারে পড়েছিলেন এক অসুস্থ বৃদ্ধা। বিষয়টি নজরে আসে 
স্থানীয় দীপক শর্মা নামে ব্যক্তির। তিনি শিক্ষা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আশা মাজীকে খবর দেন। তখনই আশা মাজী স্থানীয় প্রশাসনের সাহায্যে অসুস্থ বৃদ্ধাকে রাস্তা থেকে উদ্ধার করে হাওড়া সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর অসুস্থতার কারণে ওই মহিলার বাড়ির লোককে খবর দেওয়ার দরকার। তাই শিক্ষা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আশা মাজী ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাসের  সঙ্গে যোগাযোগ করেন। অসুস্থ অবস্থায় বৃদ্ধা রাস্তায় পড়ে থাকার কারণে মাথায় অনেক পোকা পাওয়া যায়। চিকিৎসকরা বলেন বন্ডশই দেওয়ার কারণে বাড়ির লোককে দ্রুততার সাথে প্রয়োজন। তাদের আশঙ্কা বৃদ্ধা মারা যেতে পারেন। বুধবার রাতে বৃদ্ধার বাড়ির ঠিকানা খুঁজে বের করেন হ্যাম রেডিও'র  হাওড়ার সদস্য প্রবীর কুমার দত্ত ও সুজয় দত্ত। হাওড়ার চাঁদনী বাগান, মহিয়ারী, থানা ডোমজুড়ে বৃদ্ধার একমাত্র জামাই  সুজয় সর্দার ও তার মেয়ে সংহিতা সর্দারকে বাড়িতে পাওয়া যায়। জানা যায় ভদ্রমহিলার নাম রিতা সিং। মেয়ের বাড়িতেই থাকতেন তিনি। বাড়ির কাছেই হাঁটাহাঁটি করতেন রোজ সকালে।‌ দুমাস আগে সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান বৃদ্ধা। নিখোঁজ সংক্রান্ত অভিযোগও করেন বৃদ্ধার মেয়ে। রাতে মায়ের খোঁজ পেয়ে আনন্দে আত্মহারা।  বৃহস্পতিবার বৃদ্ধার জামাই নিয়ে যাবে হাওড়ার হাসপাতাল থেকে তাঁর শাশুড়িকে। 
ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের তরফে জানানো হয়, অসহায় হাসপাতালে পড়ে থাকা বৃদ্ধাকে বাড়ি ফেরাতে পেরে আমরাও খুব খুশি। বৃদ্ধা তাঁর পরিবারের কাছে ফিরে যাওয়ায় খুশি হাসপাতাল কর্তৃপক্ষও।

Comments :0

Login to leave a comment