গাব্বায় বর্ডার গাভাসকর তৃতীয় টেস্টে বিধ্বংসী ব্যাটিং স্টিভ স্মিথদের। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। ভারতের বিরুদ্ধে নিজের আগুন ফর্ম বজায় রাখলেন ট্রাভিস হেড।
১৬০ বলে ১৫২ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন হেড। এছাড়াও স্টিভ স্মিথ করেন ১৯০ বলে ১০১ রান। তবে অজিদের এই দুরন্ত ব্যাটিং আক্রমণের মুখে বোলিংয়ে নিজের ফর্ম ধরে রেখেছেন জসপ্রীত বুমরা।
রবিবারের ম্যাচে গুরুত্বপূর্ণ ৫টি উইকেট নেন বুমরা। তাঁর শিকার উসমান খোয়াজা, স্টিভ স্মিথ ও ট্রাভিস হেডরা। টেস্ট ক্রিকেটে মোট ১২টি 'ফাইভার' নেওয়ার রেকর্ড গড়েন বুমরাহ। বিশ্ব ক্রিকেটের এই বিশেষ তালিকায় রয়েছেন অনিল কুম্বলে ও কপিল দেব।
অস্ট্রেলিয়ার লাবুসেন অন্যান্য দিনের তুলনায় রবিবার কিছুটা নিস্প্রভ ছিলেন। ৫৫ বলে ১২ রান করে আউট হন নীতিশের বলে। ৭ উইকেট খুইয়ে অস্ট্রেলিয়া রয়েছে ৪০৫ রানে। ক্রিজে রয়েছেন উইকেটরক্ষক আলেক্স ক্যারি ( ৪৭ বলে ৪৫ রান ) ও মিচেল স্টার্ক (৭ বলে ৭ রান )।
INDIA AUSTRALIA
অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটিং, ৫ উইকেট নেওয়ার রেকর্ড বুমরার
×
Comments :0