Iran pardons prisoners

দশ হাজার বন্দীকে মুক্তির ঘোষণা ইরানে

আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (Ayatollah Ali Khamenei) সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে গ্রেপ্তার হওয়া কয়েকজন সহ ‘‘হাজার হাজার’’ বন্দীর সাজা ‘ক্ষমা’ করেছেন বা কমানোর অনুমতি দিয়েছেন।

যদিও রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বলা হয়েছে যে এই পদক্ষেপ ইরানে বন্দী অসংখ্য ‘দ্বৈত নাগরিকের’ ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
‘‘পৃথিবীতে দুর্নীতির’’ অভিযোগে অভিযুক্ত - কিছু বিক্ষোভকারীদের মৃত্যুদন্ডের সাজা দেওয়া হয়, যাদের মধ্যে চারজনকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়েছে- তাদের ক্ষেত্রেও সাজা মকুব হবে না, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে।

এই নিয়ম ‘‘বিদেশী সংস্থার জন্য গুপ্তচরবৃত্তি’’ বা "ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধ গোষ্ঠীর সাথে যুক্ত’’ অভিযুক্তদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে না।

গত সেপ্টেম্বরে ইরান নীতি পুলিশের হেফাজতে ইরানি কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। ২২ বছর বয়সী যুবতীকে ইসলামিক ড্রেস কোড লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করা হয়েছিল।

Comments :0

Login to leave a comment