Israel Attack on Gaza Strip

এবার গাজা স্ট্রিপে বোমা ফেলল ইজরায়েল

আন্তর্জাতিক

Israel Attack on Gaza Strip এই ছবি কিছু আগের। এভাবেই গাজার বসতি অঞ্চলে বোমা ফেলে ইজরায়েল। ছবি: সংগৃহীত

চব্বিশ ঘন্টার মধ্যে ফের প্যালেস্তাইনে হামলা চালালো ইজরায়েল। বৃহস্পতিবার ইজরায়েলের বোমা আছড়ে পড়েছে গাজা স্ট্রিপের উত্তর অংশে। বসতি এলাগুলি থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গিয়েছে। 

বুধবারই ইজরায়েলের সামরিক বাহিনী হানা দেয় প্যালেস্তাইনের ওয়েস্ট ব্যাঙ্কে। নাবলাস শহরের বিভিন্ন এলাকা সাঁজোয়া গাড়ি দিয়ে ঘিরে ফেলে ইজরায়েলের সেনা। তারপর চলে বোমা বর্ষণ। 

নাবলাসে ইজরায়েলের সামরিক হানাদারিতে নিহত হয়েছেন অন্তত ১১ প্যালেস্তাইন নাগরিক। নিহতদের মধ্যে রয়েছেন ৭২ বছরের এক বৃদ্ধ। রয়েছে ১৪ বছরের এক শিশুও। 

প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতি জানাচ্ছে, নাবলাসের অন্তত ১০২ জন বাসিন্দা গুরুতর আহত হয়েছেন। ৮২ জনের আঘাত সরাসরি ইজরায়েলের ছোঁড়া অস্ত্রের কারণে। 

সংবাদ প্রতিষ্ঠান ‘আল জাজিরা’ জানাচ্ছে যে গাজা স্ট্রিপ থেকে বুধবার রাতে কয়েকটি রকেট ছোঁড়া হয়। ইজরায়েলের সেরট এবং আশকেলন শহরের বিভিন্ন জায়গায় পড়ে রকেট। হতাহতের নির্দিষ্ট খবর নেই। তবে তারপরই ভোরের দিক থেকে বোমাবর্ষণের প্রস্তুতি নিতে থাকে ইজরায়েল। 

ইজরায়েলের চরম দক্ষিণপন্থী সরকার দেশের মধ্যেই যথেষ্ট বিপাকে রয়েছে। বিচারবিভাগের ক্ষমতা ছাঁটতে নির্দেশিকা জারি করেছে সরকার। তারপর থেকে গত প্রায় এক মাস ইজরায়েলের বড় সব শহরে প্রতিবাদের স্রোত নেমেছে।

পর্যবেক্ষকদের একাংশের মত, দেশের মধ্যে রাজনৈতিক আলোচনার স্রোত তীব্র প্যালেস্তাইন বিরোধিতার খাতে বইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। নতুন সরকার গঠনের পর থেকে প্যালেস্তাইনের ওপর আগ্রাসন বাড়ানোর লক্ষ্য ঘোষণা করা হয়েছিল সরাসরি। এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের এক নম্বর সঙ্গী ইজরায়েল। দখলদারির নীতিতে বরাবর সমর্থন জুগিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। 

ইজরায়েলের হামলার পর গাজা স্ট্রিপে ‘হামাস’-র নেতৃত্ব জানিয়েছেন প্রতিরোধ চলবে। নাবলাসে অমানবিক হত্যাকাণ্ড ঘটিয়ে পার পাবে না ইজরায়েলের সেনা। গাজা স্ট্রিপে বোমাবর্ষণের পর এখনও কোনও মন্তব্য করেনি ‘হামাস’।

 

Comments :0

Login to leave a comment