জুট মিলের ভিতরে শ্রমিকের আচমকা মৃত্যু ঘিরে চাঞ্চল্য। জগদ্দল আল্যায়েন্স জুট মিলে কর্মরত অবস্থায় এক শ্রমিকের মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। মৃত শ্রমিকের নাম বিবেক রাজভর(৪০)। জুট মিলের ব্যাচিং বিভাগে কাজ করতেন।
জগদ্দলের আল্যায়েন্স জুট মিলে সকালের শিফটে ব্যাচিং বিভাগের শ্রমিক বিবেক রাজভড় কাজে যোগ দেন। সকাল আটটা নাগাদ কর্মরত অবস্থায় মেসিনের ওপর পড়ে যান। তাঁর মাথায় ও বুকে আঘাত লাগে। তাঁকে জুট মিলের ভেতরেই ডিসপেনসারিতে নিয়ে যায়। অভিযোগ বেশ খানিকক্ষণ সেখানে তাঁকে ফেলে রাখা হয়। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
এরপর মৃত শ্রমিকের দেহ জুট মিলে ফিরিয়ে আনা হয়। এই অবস্থায় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠে। দেহ জুট মিলের ভেতরেই রেখে দিয়ে শ্রমিকরা বিক্ষোভ দেখাতে থাকেন। শ্রমিকদের অভিযোগ তাঁকে চিকিৎসা করাতে মিল কতৃপক্ষ দেরি করেছে। তাদের অভিযোগ মিল কতৃপক্ষের গাফিলতির জন্যই বিবেক রাজভর মারা গিয়েছে। এরজন্য মিল কর্তৃপক্ষকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। মৃত বিবেক রাজভড় মিলের স্থায়ী শ্রমিক। তিনি জগদ্দল থানার পাশে ২ নং গলিতে থাকতেন। তার একটি সাত বছরের শিশু সন্তান রয়েছে। দীর্ঘক্ষন শ্রমিকরা মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাতে থাকে। এর ফলে সকাল এগারোটা থেকে দুপুর দুটো অবধি মিল বন্ধ থাকে। দুপুরের পর পুনরায় মিল চালু হয়। ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে মৃত শ্রমিকের ক্ষতিপুরণের প্রতিশ্রুতি দিলে মৃতদেহ নিয়ে বিক্ষোভ তুলে নেওয়া হয়। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মিলের ভেতরে উত্তেজনা থাকায় পুলিশ পিকেটিং রয়েছে।
Comments :0