Jaldapara Rhino

গণ্ডারের গুঁতোয় উলটালো পর্যটক বোঝাই গাড়ি

জেলা

Jaldapara Rhino দুই গণ্ডার তখন তাড়া করছে পর্যটকদের দু’টি গাড়িকে।

মানুষের চলাচলে অসহ্য হয়ে ক্রমশ আক্রমণ বাড়ছে বন্য জন্তুর। জলদাপাড়া জাতীয় উদ্যানে পর্যটক বোঝাই জিপসির উপরে হামলা গন্ডারের। 

লড়াইয়ে মত্ত দুই গন্ডার আচমকাই উঠে আসে জঙ্গল পথে। ঠিক তখনই ওই বনপথ ধরে যাচ্ছিল দুটি পর্যটক বোঝাই সাফারি কার। জিপসটি দেখা মাত্রই দুই গন্ডারের সমস্ত রোষ গিয়ে পড়ে ওই জিপসির উপর। গন্ডারের আক্রমণ থেকে বাচতে রিভার্স গিয়ারেই চলছিল জিপসিটি। চোখের নিমেষে গাড়িটিকে বনপথের পাশের নর্দমায় উল্টে দেয় দুই গন্ডার।

ওই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন জিপসি চালকসহ মোট সাত জন। প্রত্যেককেই তড়িঘড়ি উদ্ধার করে মাদারিহাট স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। জলদাপাড়ার ইতিহাসে গন্ডারদের ওই ধরনের বেপরোয়া আক্রমণের কোনো নজির নেই। 

স্থানীয়দের বক্তব্য, পর্যটক বোঝাই গাড়ির সংখ্যা যেভাবে বাড়ছে তাতে বিরক্ত  বন্যপ্রাণীরা। পর্যটকদের ভিড় বাড়ায় এ ধরনের ঘটনা ঘটছে বলে অভিমত পরিবেশপ্রেমীদের।

জিপসির চালক আহত হলেও পর্যটকরা কেউ গুরুতর আহত হননি বলে জানা গেছে।

 

 

Comments :0

Login to leave a comment