KABITA — DARPANA GANGOPADHAYA / NATUNPATA

কবিতা — বৃষ্টি / নতুনপাতা

নতুনপাতা/মুক্তধারা

KABITA  DARPANA GANGOPADHAYA  NATUNPATA

কবিতা

বৃষ্টি 
দর্পণা গঙ্গোপাধ্যায়

দুমদাম বৃষ্টির ধুমধাম লেগেছে
টুংটাং মেঘেদের তাড়াতাড়ি পড়েছে 
হেসে হেসে মেঘেরা ভেসে ভেসে চলে যায়
বৃষ্টিরা টুপটাপ চুপচাপ ঝরে যায়

খোকা-খুকু বই খুলে বসে গেছে জানালায় 
নেচে নেচে ঝুমঝুম বৃষ্টিরা গান গায়।


 

Comments :0

Login to leave a comment