KABITA — PRONAB PAL / MUKTADHARA

কবিতা — গোটা পৃথিবীর যত আধপেটা খাওয়া সব আলাদীন / মুক্তধারা

সাহিত্যের পাতা

KABITA  PRONAB PAL  MUKTADHARA

মুক্তধারা

গোটা পৃথিবীর যত আধপেটা খাওয়া সব  আলাদীন
প্রণব পাল

রোদদুরে মুখ দেখে নিজেকে পড়তে শেখে
সাদামাটা আমাদের আলাদীন
ধানক্ষেতে কার্লমার্কস নিচ্ছেন ক্লাস তার
ইতিহাসে হাতে খড়ি দিচ্ছেন
কাঁধে হাত রেখে তার পৃথিবী হচ্ছে পার
ফার্ণসে খেটে খাওয়া ভ্লাদিমির ইদিচ লেনিন
ঘাম ঝরা গায়ে তার হেনরিকে ফিরে পায়
শিকল ছিঁড়তে চায় দিন দিন
ঘুম ভাঙা আমাদের আলাদীন
 


 

দিকে দিকে ফিস ফিস গুঞ্জন ভাসছে
দুনিয়া কাঁপানো নাকি দশদিন আসছে
কারা যেন পেতে চায় ঘামের হিসাব
কয়লার খনি থেকে ভ্যানগগ আঁকছেন
সূর্যমুখীর রংয়ে রংকিলাব
রোদে আর জ্যোৎস্নায় স্বপ্নের রোদস্নায় শুনছি
অনুবাদ হয়ে ফের এ মাটিতে জন্মাবে সোভিয়েত
আগামি ভোরের নাম ডটপেন লিখছেন
                                       কবিতারিয়েত
 


কুমারী মাটির ঘুম ভাঙছে ( দুবার হবে)
দুনিয়ার মাঠ জুড়ে সবহারা মানুষের জমায়েত
মিছিলে ও পোস্টারে
শিরদাঁড়া টান করে
ব্যারিকেড গড়ছেন প্রলেতারিয়েত
গোটা পৃথিবীর যত আধপেটা খাওয়া সব
                                               আলাদীন

Comments :0

Login to leave a comment