Basirhat

ফুটবল মাঠ বাঁচাতে প্রশাসনের দ্বারস্থ এলাকার মানুষ

জেলা

এক সময় যেই মাঠ থেকে উঠে এসেছে কলকাতা ফুটবলের একের পর এক তারকা, আজ সেই মাঠের বেহাল দশা। বসিরহাট হাইস্কুল মাঠ। এই মাঠ থেকেই একসময় কলকাতার ময়দান কাঁপিয়েছেন বিক্রমজিত দেবনাথ, মিহির বসু, অলোক দাস, দীপেন্দু বিশ্বাস, তপন ঘোষের মতো ফুটবলররা উঠে এসেছেন। সংস্কারের অভাবে মাঠটি বর্তমানে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। মাঠ সংস্কারের জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। 


বসিরহাট মহকুমার বিভিন্ন প্রান্তের অল্প বয়সী ছেলে মেয়েদের মাঠমূখী করতে এলাকার কয়েকজন ক্রীড়া প্রেমী উদ্যোগ নিয়েছেন। তারা নিয়মিত সকাল বিকাল প্রশিক্ষণ দেন। কিন্তু বাদ সাঁধছে মাঠটির বর্তমান পরিস্থিতি। বর্ষায় জল জমার কারণে বন্ধ প্রশিক্ষণ। জল সরার কোন ব্যবস্থা নেই। এই পরিস্থিতিতে মাঠের যাতে উন্নতি হয় তার আবেদন করা হয়েছে প্রশাসনের কাছে।

Comments :0

Login to leave a comment