KABITA — SUBHASH HALDAR / MUKTADHARA

কবিতা — শিউলি / মুক্তধারা

সাহিত্যের পাতা

KABITA  SUBHASH HALDAR  MUKTADHARA

মুক্তধারা

কবিতা

শিউলি
সুভাষ হালদার

মেয়েটির নাম শিউলি
আমি তাকে শিউলি ফুল বলতাম যখন 
সে ভ্যা ভ্যা করে কাঁদত
তার গায়ে বারবার দেখেছি একখানি 
নীলরঙা ছেঁড়া জামা__
শিউলি সুনীলকাকার মেয়ে
সুনীলকাকা গরিব চাষি 
খড়ের চালের মাটির ঘর
দুর্গাপূজা এলেও সুনীলকাকার দিন বদল হত না অর্থাৎ বাজার ঘাট ইত্যাদি
শিউলিও তেমনি __
ও বোধহয় বুঝে গিয়েছিল __
ওর কোনো বায়না ছিল না 
ওকে কাঁদতেও দেখিনি
আমার ভীষণ মনে পড়ে 
আমি একবার খুব কেঁদেছিলাম

অনেকদিন হল আমি শিউলিকে দেখিনি ভোরের নরম ফুল মিষ্টি গন্ধ
মাথাভাঙার পাশে বসে বন্ধুদের সাথে অনেকদিন দেখিনি তুলট মেঘ ভাসা ভাসা
রেলগাড়িতে ছুটতে ছুটতে কাশফুলের বন সারি সারি ইত্যাদি
আসলে চলে গেছে ছেলেবেলা ছেলেবেলার বন্ধু ছোট্ট শিউলি এখন আবার দুর্গাপুজো শারদ উৎসব কত কি মনে পড়ে যাচ্ছে।
তুমি ভালো আছো তো শিউলি !
আমার শিউলি সোনা!

Comments :0

Login to leave a comment