Kabita — 22 SRABON / MUKTADHARA

কবিতা — মোদের রবি - উপলব্ধি রাজগুরু / মুক্তধারা

সাহিত্যের পাতা

Kabita  22 SRABON  MUKTADHARA

কবিতা  

মোদের রবি
উপলব্ধি রাজগুরু
 

তুমি রবি, সূর্যের এক নামের মত,
তুমি ফুল ফোটাতেও আছো
আবার ফুল ঝরাতেও আছো
তুমি প্রকৃতি মায়ের সব ব্যথা বোঝো । 
তুমি ভালোবাসার কবি,
তুমি আনন্দের কবি,
আবার বেদনার ও
তুমি মোদের অন্তরের রবি ।


 

তোমার ডাকেই যেন আসে বৈশাখ 
তোমার স্পর্শেই যেন আসে ফাল্গুন, মাঘ 
তুমি আছো সবেতেই
বাইশে শ্রাবণের বর্ষণ যেন তোমাকে ঘিরেই।

তুমি শিখিয়েছো ভেঙ্গে গিয়ে উঠে দাঁড়াতে
ঝলমলে রোদ দেখতে,
আকাশে মেঘ খুঁজতে

নিরসের মধ্যেও রসের সন্ধান পাও তুমি 
তোমার তুলনা শুধুই তুমি
তাইতো তোমার চরণ চুমি ।

তুমি বাঙালির মান
পারলে দিও তোমার চরণে স্থান
তোমাকে জানাই কোটি প্রণাম ।

উপলব্ধি রাজগুরু

নবম শ্রেণী
সেন্ট ইগ্নেসিয়াস হাইস্কুল
উত্তর দিনাজপুর

Comments :0

Login to leave a comment